সুদবিহীন ঋণ, বিনামূল্যে শিক্ষা ও শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ে তোলা হবে : দেলাওয়ার হোসেন
২৪ অক্টোবর ২০২৫ ০৯:৫১
দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, ‘শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।’ জামায়াত ক্ষমতায় গেলে বিনা সুদে ঋণ, বিনামূল্যে শিক্ষা; শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ে তোলা হবেÑ বলেন দেলাওয়ার।
গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে জেলা জামায়াত আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শ্রমিকদের বন্ধু হিসেবে রাজনৈতিক নেতাদের পাশে না থাকার সমালোচনা করে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা শ্রমিকদের কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রকৃত অর্থে শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি। বরং শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমে আসলে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শ্রমিকদের আহত-নিহত করা হয়েছে। জামায়াতের এ নেতা বলেন, কৃষক-শ্রমিক-জনতা; জামায়াত গড়বে একতা।
দেলাওয়ার হোসেন বলেন, মালিকদের ইচ্ছামতো মজুরি নির্ধারণের কারণে শ্রমিকরা ঠকে যাচ্ছেন। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করবে। কৃষকদের বিনা সুদে ঋণ এবং পর্যাপ্ত সার সরবরাহের ব্যবস্থা হবে। শ্রমিক-কৃষক সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। প্রয়োজনে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেন দেলাওয়ার হোসেন। স্বল্প আয়ের শ্রমিকদের সুবিধার্থে তাদের জন্য টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা ও অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশে তিনি বলেন, একটি মহল জামায়াত সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে। জামায়াত কর্মীরা কখনো কোনো মন্দিরে আঘাত করেনি, চাঁদাবাজি বা লুটপাট করেনি। বরং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ থাকবে না। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার পাবে, বলেন তিনি। প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনর রশিদ বলেন, এখন গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ এখন ইসলাম নির্দেশিত পথ ও মতের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিস্ট বিদায়ের পর বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামীর দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে ঠাকুরগাঁওবাসীর সেবা করার সুযোগ চেয়ে তিনি বলেন, দেলাওয়ার হোসেন একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। যার কাছে ধনী-গরিব, হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের গুরুত্ব সমান। আপনারা তাকে নির্বাচিত করলে একজন যোগ্য ও দক্ষ জনপ্রতিনিধি পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।