জ্ঞানার্জন, বুদ্ধিবৃত্তিক কর্মসূচি ও ক্রীড়া আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাণবন্ত রাখতে হবে : ডা. ফখরুদ্দিন মানিক
৯ অক্টোবর ২০২৫ ১৪:২১
জ্ঞান অর্জন, বুদ্ধিবৃত্তিক কর্মসূচি ও ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাণবন্ত রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। গত শনিবার (৪ অক্টোবর) মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ক্রীড়া সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক বলেন, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চায় নিয়োজিত হতে হবে। এছাড়া খেলাধুলা এবং শরীরচর্চায়ও মনোযোগী হতে হবে।
তিনি বলেন, আজকের ছাত্ররা মারাত্মকভাবে মোবাইলে আসক্ত। জীবনে সফল হতে হলে নিজদের সময়, শ্রম এবং মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সামাজিক অপরাধগুলো থেকে সতর্ক থেকে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডা. ফখরুদ্দিন মানিক বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে আমাদের ছাত্র এবং যুবকদের ধ্বংস করার জন্য কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। যার কারণে দিনে দিনে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মানুষের জান মাল অনিরাপদ হয়ে যাচ্ছে। এসকল দুষ্কৃতকারীর বিরুদ্ধে ছাত্র-শিক্ষক ও সমাজসচেতন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য করতে ছাত্রদের মেধা যোগ্যতা দক্ষতার সাথে নৈতিক গুণাবলি অর্জনের আহ্বান জানিয়ে শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাসও দেন জামায়াতের এ নেতা।
ডা. মানিক স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান এবং স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
মোমারিজপুর স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডা. মো. ফখরুদ্দিন মানিক এর পক্ষ থেকে ছাত্রদের জন্য প্রদত্ত ক্রীড়াসামগ্রী গ্রহণ করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, জেলা পুলিশ সুপার হাবীবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়ন আমীর মাওলানা নুরুল আমীন, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন মিরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।