চট্টগ্রামে ওলামা মাশায়েখ পরিষদের মার্চ ফর প্যালেস্টাইন সমাবেশ
৯ অক্টোবর ২০২৫ ১৪:২১
চট্টগ্রাম সংবাদদাতা : ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মার্চ ফর প্যালেস্টাইন নামে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ অক্টোবর) সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিথি ছিলেন আওলাদে রাসূল (সা.) আল্লামা ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী (হাফিজাহুল্লাহ), রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী।
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমানের (হাফি:) সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভিসি (আইআইইউসি) অধ্যাপক ড. আবু বকর রফীক, ড. বিএম মফিজুর রহমান আজহারী, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, মাওলানা মোহছেন আল হোসাইনী, মাওলানা লোকমান হাকিম জাহেদী, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা ইমরানুল হক সাঈদ সহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখ।