প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আমীর হামজাকে জামায়াতের প্রার্থী ঘোষণা


২৯ মে ২০২৫ ১১:১১

গত শনিবার (২৫ মে) কুষ্টিয়ার হাজী শরীতুল্লাহ এতিমখানায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং কুষ্টিয়া জেলার দায়িত্বশীলদের উপস্থিতিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের পক্ষ থেকে জননন্দিত প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আমীর হামজাকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়। জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর হোসেন ও অধ্যাপক এ কে এম আলী মহসীন।
মোবারক হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করতে সক্ষম হলো।
তিনি আরও বলেন, মুফতি আমীর হামজা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবেও একজন প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন। কুষ্টিয়াসহ সারা দেশে মুফতি আমীর হামজার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আল্লাহ চাহে তো তিনি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন। এজন্য এখন থেকেই মুফতি আমীর হামজার পক্ষে আমাদের ব্যাপক গণসংযোগ চালাতে হবে। মুফতি আমীর হামজার মতো একজন আলেমে দীন, সৎ ও যোগ্য নেতা এমপি নির্বাচিত হলে কুষ্টিয়া সদরকে ঘুষ-দুর্নীতি মুক্ত এবং মাদক, চাঁদাবাজ ও দখলদারমুক্ত করা সম্ভব হবে। সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। সর্বোপরি কুষ্টিয়া সদরের জনগণ সুখ-শান্তি ও স্বস্তিতে জীবনযাপন করতে পারবে, ইনশাআল্লাহ।
মোবারক হোসাইন দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে দেশের জনগণকে বিভক্ত করা উচিত নয়। এতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়। স্বার্থান্বেষী মহল সুযোগ পেয়ে যায়। তাই দেশের যেকোনো সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমার প্রতি আস্থা রেখে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি, ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের সহযোগিতা পেলে তিনি তার ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হবেন। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান হতে হবে। নইলে জাতি আবারো সংকটে পড়বে।
সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্রশিবিরের জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।