পবিত্র হজ ৫ জুন
২৯ মে ২০২৫ ০৯:৩৬
স্টাফ রিপোর্টার : এ বছর হজ করতে বাংলাদেশ থেকে ২৭ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৭০ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৭৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। গত ২৮ মে বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। এদিকে ২৭ মে সৌদি আরবে ১৪৪৬ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে থেকে সৌদিতে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে আগামী ৫ জুন হজ পালন হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। গত ২৭ মে এ খবর জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা গেছে। ৬ জুন শুধু সৌদি আরবেই নয়, ইন্দোনেশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে ঈদুল আজহা উদযাপন করার কথা জানিয়েছে গালফ নিউজ। এছাড়া মালয়েশিয়া, ব্রুনাইতে ৭ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।
সৌদি পৌঁছেছেন ৬৮ সহস্রাধিক হজযাত্রী
গত ২৭ মে পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৭০ হজযাত্রী। হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯২টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৫ হাজার ২৪৬ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৬৩ হাজার ৬৯৭ হজযাত্রী।
হজে গিয়ে ১২ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১২ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ ২৭ মে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ছয়জন ও মদিনায় ছয়জন।
হজের খুতবা দেবেন কাবার যে ইমাম
হজের অন্যতম রোকন বা ফরজ হলো উকুফে আরাফাত বা আরাফাতের ময়দানে অবস্থান করা। হজ পালনকারীরা ৯ জিলহজ সকালে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং জোহরের নামাজের আগেই আরাফাতে উপস্থিত হন। ৯ জিলহজ জোহরের সময় থেকে আরাফায় অবস্থানের সময় শুরু হয় এবং সূর্যাস্তের কিছুক্ষণ পর পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। ৯ জিলহজ জোহরের পর থেকে আগত রাতের সুবহে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য হলেও আরাফাতে অবস্থান করা ফরজ। কেউ যদি এ সময়ের মধ্যে কিছুক্ষণের জন্যও আরাফাতে অবস্থান করতে না পারে, তাহলে তার হজ বাতিল হয়ে যায়। হজ পালনকারীদের আরাফাতে অবস্থানের দিন অর্থাৎ ৯ জিলহজ হজ পালনকারীদের উদ্দেশে যে খুতবা বা ভাষণ দেওয়া হয় তা হজের খুতবা নামে পরিচিত। সৌদি আরবের সময় দুপুর সোয়া বারোটার দিকে মসজিদে নামিরা থেকে এ খুতবা দেওয়া হয়। এ খুতবা শুনতে মসজিদে নামিরায় যাওয়া জরুরি নয়। আরাফাতের ময়দানের যে কোনো জায়গায় অবস্থান করেই খুতবা শোনা যায়। প্রতি বছর সৌদি বাদশাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন সম্মানিত আলেম এ খুতবা দিয়ে থাকেন। গত বছর হজের খুতবা দিয়েছিলেন কাবার ইমাম শায়খ মাহের ইবনে হামাদ। এ বছর হজের খুতবা দেবেন কাবার ইমাম শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। সম্প্রতি সৌদি রয়্যাল কোর্ট ঘোষণা করেছে যে, সৌদি বাদশাহ শায়খ সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমাইদকে ১৪৪৬ হিজরীর আরাফার খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন। ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে তিনি হজের খুতবা প্রদান করবেন। মসজিদুল হারাম ও মসজিদে নববীর খবর সরবরাহকারী ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইন’ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাজকীয় আমন্ত্রণে হজ করবেন ১৩০০ হাজী
সৌদি আরবের বাদশাহর রাজকীয় আমন্ত্রণে এ বছর হজ করবেন এক হাজার ৩০০ হাজী। বিশ্বের ১০০টি দেশ থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত হাজিদের ভেতরে পুরুষের পাশাপাশি নারী হাজিও থাকছেন। তাঁরা রাজকীয় ব্যবস্থাপনায় হজ, ওমরাহ ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে হাজীদের আমন্ত্রণ জানাতে এবং সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-আলশেখ এ নির্দেশের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁদের প্রশংসা করে বলেন, এ নির্দেশ মুসলিম জাতির প্রতি সৌদি নেতৃত্বের নিষ্ঠার প্রমাণ। জানা গেছে, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত ১৪০টি দেশের ৬৫ হাজার হাজি রাজকীয় আমন্ত্রণে হজ করেছেন, যাঁদের নিজ দেশ থেকে সৌদি আরবে গমন থেকে হজ, ওমরাহ ও পরিদর্শন শেষে দেশে ফেরা পর্যন্ত সব ব্যয় সৌদি সরকার বহন করে থাকে।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়ার কথা রয়েছে পাঁচ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জনের। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০।