ইসলামে শ্রমিকদের অধিকার
২২ মে ২০২৫ ১৭:১১
॥ এম. মুহাম্মদ আব্দুল গাফফার ॥
রাসূল (সা.)-এর একটি বিখ্যাত বাণী, ‘শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক তথা পাওনা দিয়ে দাও।’ (আল হাদীস)। এ মর্মে একটি হাদীস এভাবে এসেছে, ‘হযরত আবু হুরায়রা (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে ফরিয়াদী হবো- ১. যে ব্যক্তি আমার নামে দান করার ওয়াদা করে তা ভঙ্গ করেছে, ২. যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করেছে এবং ৩. আর যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে পুরোপুরি কাজ আদায় করেছে আর তার মজুরি পরিশোধ করেনি।’ (সহীহ আল বুখারী)। এভাবে শ্রমিক শ্রেণির মানুষের অধিকার সম্পর্কিত অসংখ্য হাদীস মহানবী (সা.) থেকে বর্ণিত আছে। এ মর্মে হযরত আবু আলী সুরাইদ ইবনে মুকরিন থেকে বর্ণিত। তিনি বলেছেন, ‘আমি বনী মুকরিন গোত্রের সাত ব্যক্তির মধ্যে সপ্তম ব্যক্তি হিসেবে নিজেকে দেখছি। আমাদের সবার একটিমাত্র খাদেম ছিল। আমাদের মধ্যে ছোটজন তাকে থাপ্পড় দিয়েছিল, তাই রাসূলুল্লাহ (সা.) খাদেমটাকে মুক্ত করে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন।’ (সহীহ মুসলিম)।
যারা সমাজে শ্রমিক, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য ইসলাম যতটুকু গুরুত্ব প্রদান করেছে, তার তুলনা অন্য কোনো সমাজব্যবস্থায় কখনো ছিল বলে প্রমাণ নেই। এক্ষেত্রে মুসলিম শরীফের আরেকটি হাদীসের বর্ণনা এভাবে দেয়া যেতে পারে। হযরত আবু মাসউদ বদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, ‘আমি আমার এক গোলামকে চাবুক দিয়ে মারছিলাম, হঠাৎ পেছন থেকে শব্দ শুনতে পেলাম; সাবধান! আবু মাসউদ রাগে উত্তেজিত থাকায় আমি শব্দটা বুঝতে পারলাম না, নিকটে এলে আমি বুঝতে পারলাম তিনি আল্লাহর রাসূল (সা.)। তিনি তখন বলছেন, সাবধান আবু মাসউদ! তুমি তোমার ক্রীতদাসের ওপর যতটুকু ক্ষমতার অধিকারী, তোমার ওপর আল্লাহ তা অপেক্ষাও অধিক ক্ষমতার অধিকারী…।’ অন্য বর্ণনায় আছে, ‘আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তুষ্টির জন্য একে আমি দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে দিলাম। রাসূল (সা.) বললেন, যদি তুমি এটা না করতে দোজখের আগুন তোমাকে বেষ্টন করে নিতো অথবা বলেছেন, আগুন তোমাকে স্পর্শ করতো।’ (ইমাম মুসলিম র.)।
মহানবী (সা.) বিদায় হজের ভাষণে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘তোমরা নিজেরা যা খাবে ও পরিধান করবে, তোমাদের অধীনস্থ চাকর-চাকরানিদেরও তাই খাওয়াবে ও পরাবে।’ এভাবে দেখা যায় যে, ইসলাম শুরু থেকেই শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে, যা কখনো ম্লান হওয়ার নয়। আল্লাহ বিশ্ববাসীকে ইসলামের গৌরবোজ্জ¦ল শ্রমনীতি ও শ্রমিকদের অধিকার সংরক্ষণের তাওফিক দান করুন। আমীন।
লেখক : সদস্য, দারুল ইসলাম ট্রাস্ট, দরগাহ রোড, সিরাজগঞ্জ।