স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বাধীনতা
২২ মে ২০২৫ ১৭:১০
স্বাধীন-সার্বভৌম মোদের সোনার বাংলাদেশ
সকল ধর্মের মানুষের সম্প্রীতির রয়েছে পরিবেশ
স্বাধীন-সার্বভৌম মোদের সোনার বাংলাদেশ
এদেশে জন্মে মোদের গর্বের নাই শেষ
স্বাধীন-সার্বভৌম মোদের সোনার বাংলাদেশ॥
এদেশের মাটিতে অনেক সোনার ফসল ফলে
তা দিয়ে এদেশের মানুষের রিজিকের ব্যবস্থা চলে॥
আমাদের দেশে আছে অনক প্রাকৃতিক খনি
তাই দিয়ে আমরা হতে পারি বিশ্বের মাঝে ধনী॥
এদেশের স্থলে-জলে আছে অনেক প্রাকৃতিক সম্পদ
তা রক্ষা ও ব্যবহার করে করতে পারি জাতিকে নিরাপদ॥
সমুদ্রে থাকে রূপালী ইলিশ, ধরা পড়ে এসে নদীর মোহনায়
আল্লাহর অফুরন্ত এ নেয়ামত বেচে প্রচুর
বিদেশি অর্থ পাওয়া যায়॥
আমাদের বাংলাদেশে আছে বিশাল মানবসম্পদ
সারা বিশ্ব থেকে আসবে অর্থ হয়ে যাবে জাতি নিরাপদ।
আমাদের আছে অনেক তরুণ, নবীন ও সাহসী যুবক
তাদের সৎ যোগ্য করে গড়ে তোলাই আমাদের প্রধান সবক।
নবীন, প্রবীণ, জ্ঞানী, গুণী, কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা
অন্যায় কাজের প্রতিবাদ জানাতে আছে একতা।
জনগণের অধিকার নিয়ে বৈষম্য করছে যারা
দেশ চালাতে অযোগ্য হয়ে পালিয়েছে আজ তারা।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধ গণআন্দোলনে
অংশগ্রহণ করছে তারা স্বতঃস্ফূর্ত মনে।
সাহসিকতার সাথে জীবন দিয়ে লড়াই করেছে যারা
সম্মানিত জাতীয় বীর খেতাব পেয়েছে তারা।
স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার দেশ চালায় জোর-জুলুমে
পালিয়ে তারা দেশ ছেড়েছে ছাত্র-জনতার গণআন্দোলনে।
দুঃশাসন চালিয়ে কেড়ে নিয়েছিল মানুষের অধিকার
পিতাহারা সন্তান, সন্তানহারা পিতার, স্বামীহারা বিধবার।
তাদের পরিবারের চলছে আহাজারি বুকফাটা কান্নার চিৎকার
হে মানব সন্তান যাও তাদের পরিবারে সান্ত্বনা দিবার।
হে আল্লাহ! তুমি শান্তি দাও তাদের অন্তরে
ধৈর্য দাও, অর্থ দাও নিরাপত্তা সহকারে।
জালিমের হাতে যারা হারিয়েছে হাত, পা, দৃষ্টিশক্তি
তাদের সেবা চিকিৎসার জন্য এগিয়ে আসুক রাষ্ট্রশক্তি।
আর কোনোদিন যেন না আসতে পারে ফ্যাসিবাদী সরকার
জুলুম-নির্যাতন চালিয়ে হরণ করতে
না পারে মানুষের অধিকার।
তাদের সাথে লড়তে হবে সবাই মিলে একসাথে
ভবিষ্যৎ বংশধর ও দেশ-জাতির স্বাধীনতা রক্ষার্থে।
এ জালিমকে সাহায্য-সহযোগিতা করবে যারা
এদেশে স্বাধীনতা-সার্বভৌমত্বের চিরশত্রু তারা।
এদেশ আমার এদেশ তোমার এদেশ আমাদের সকলের
জাতি, দেশ ও সার্বভৌমত্ব রক্ষা করা দায়িত্ব মোদের।
অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করতে নত হবে না তাদের শির
তারাই হবে জাতি শ্রেষ্ঠ সন্তান, তারাই জাতির শ্রেষ্ঠ বীর।