ধৈর্য ও বিচক্ষণতার সাথে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : মোবারক হোসাইন
২২ মে ২০২৫ ১৬:৪৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ নিয়ে নানা চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদের দোসরা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নানা লেবাসে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। এমতাবস্থায় দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সাথে দেশবিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
গত ১৮ মে রোববার বিকালে মোহাম্মদপুর থানা জামায়াতের আমীর মাসুদুজ্জামানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় মোহাম্মদপুরের বছিলায় এক পথসভায় মোবারক হোসাইন এসব কথা বলেন। পথসভায় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগরের অঞ্চল টিম সদস্য শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সীসহ অত্র এলাকার বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর দায়িত্বশীলবৃন্দ।
জনাব মোবারক হোসাইন আরও বলেন, মোহাম্মদপুরের বছিলা রাজধানী ঢাকার একটি গুরত্বপূর্ণ অঞ্চল। এ এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা, গ্যাস এবং রাস্তাঘাট, পয়োনিষ্কাশনসহ নানা সমস্যা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সবসময় কাজ করে থাকে। জনসেবা ও জনস্বার্থ সংরক্ষণে জামায়াতে ইসলামী খুবই তৎপর। মানুষের অধিকার বাস্তবায়নে জামায়াতের ভূমিকা দেশবাসীর কাছে স্বীকৃত। আগামীতে মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগরের ভোটারগণ জামায়াতে ইসলামীকে সমর্থন দিলে এ অঞ্চলের সকল সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।