এনসিপির ইফতার মাহফিলে নাহিদ

আমরা যেন ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটেনি


১৩ মার্চ ২০২৫ ১৬:০১

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ-মতপার্থক্য নীতিগত বিরোধ হতে পারে। তবে গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ, মিথস্ক্রিয়া যাতে ছেদ না পড়ে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ-পরাস্ত করা সম্ভব নয়। আমরা যেন ভুলে না যাইÑ দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশ বিরোধিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
গত ১১ মার্চ মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, আশরাফ আলী আকন,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, হেফাজত নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি; নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাম গণতান্ত্রিক জোটের রুহিন হোসেন প্রিন্স, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের আমীর ও এবি পার্টির নতুন সভাপতি মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের, ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া অ্যাক্টিভিস্ট জাহেদুর রহমান, লেখক মূসা আল হাফিজ, ধর্মীয় আলোচক হাবিবুর রহমান মিসবাহ, কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী বদরুজ্জামান, আবু রায়হান, গুম হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেন।