শরীফ আবদুল গোফরান-এর কবিতা
কোন ভাষাতে
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯
কোন ভাষাতে মাকে ডাকি
কোন ভাষাতে গান
কোন ভাষাতে বললে কথা
জুড়ায় সবার প্রাণ।
কোন ভাষাতে আল্লাহ ডাকি
কোন ভাষাতে নবী (সা.)
কোন ভাষাতে মাল্লা-মাঝির
কথা লেখেন কবি।
সেই ভাষাটি বাংলা ভাষা
খোদার সেরা দান
ভাষার জন্য লড়লে যারা
রাখবো তাদের মান।