কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৭
মো. ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) : ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় মো. কামরুজ্জামান (১১) নামে এক শিশু শিক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। মো. কামরুজ্জামান আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া গ্রামের মো. আবুল হোসেন ও সেলিনা বেগম দম্পতির পুত্র। তিনি উপজেলার ‘বামনকুমার আলহাজ খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিশু শিক্ষার্থী। ওই প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওলানা মো. শাহাজাহান আলী জানান, মো. কামরুজ্জামান গত ১৩ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে (১-১০ পারা) উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এরপর গত ২৮ জানুয়ারি জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২২টি মাদরাসার শতাধিক প্রতিযোগী হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কামরুজ্জামান শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের মোহতামিম জানান, শিক্ষার্থীদের মাঝে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব-১৮ বছর ছাত্র), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব-১৫ বছর ছাত্র) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব-১২ বছর ছাত্র)। কামরুজ্জামান এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের প্রস্তুতি নিচ্ছে। কামরুজ্জামানের বাবা আবুল হোসেন বলেন, সবই আল্লাহর রহমত, আমার সন্তানের চেষ্টা আর শিক্ষকদের অবদান। শিশু শিক্ষার্থী মো. কামরুজ্জামান (১১) সবার কাছে দোয়া কামনা করেছেন।