হজযাত্রায় থার্ড ক্যারিয়ার চালু করতে হবে
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৩
স্টাফ রিপোর্টার : হাজীদের সেবার মান বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর মেহমান হাজীগণ যাতে মক্কা-মদিনায় কষ্ট না পান, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। হজ প্যাকেজের উচ্চমূল্য কমিয়ে আনতে হজযাত্রায় থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। থার্ড ক্যারিয়ার চালু হলে হজযাত্রীর কোটা পূরণ হবে এবং হাজীদের দুর্ভোগ-ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।
আবাবিল হজ গ্রুপের উদ্যোগে গত ১০ ফেব্রুয়ারি সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের হলরুমে আয়োজিত হজ ও ওমরাহবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হযরত আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আব্দুল্লাহিল বাকী।
তিনি বলেন, হজ মহান আল্লাহ তায়ালার এমন এক আহকাম যা সশরীরে পালন করা হয়। হজের মূল বিষয় তাকওয়ার সাথে পালন করতে হবে। তিনি বলেন, হজের ওয়াজিবসমূহ যথাযথভাবে আদায় করতে হবে। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সাথে সাথে কুরবানি করা ও মাথার চুল মুণ্ডন করতে হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার ঘরের মেহমান হওয়া সবচেয়ে বড় নিয়ামত। হজ পালন করার সাথে সাথে আল্লাহ তায়ালা হাজীর সব গোনাহ্ মাফ করে দেন। যারা মুনাজ্জেম-মুয়াল্লিমের দায়িত্ব পালন করেন, তারাও সমপরিমাণ নেক পাবেন। হাজীদের সেবার মান বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর মেহমান হাজীগণ যাতে মক্কা-মদিনায় কষ্ট না পান, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মুত্তাকি কল্যাণ হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মাওলানা মুফতি মুহাম্মদ হোসাইন আকন্দ বলেন, অর্থ, স্বাস্থ্য, নিয়ত ও ধৈর্য ঠিক করে তাকওয়ার মাধ্যমে আল্লাহর ঘরের মেহমান হয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী আমীর মাওলানা মো. হুসাইন আকন্দ, আবাবিল হজ গ্রুপের এমডি আলহাজ নুরুল আমিন, ঢাকা মহানগরী দক্ষিণ ব্যবসায়ী গ্রুপ সেক্রেটারি আলহাজ আইয়ুব আলী, আবাবিল হজ গ্রুপের পরিচালক আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, পটুয়াখালী হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।