কুরআন পোড়ানোর ঘটনা ষড়যন্ত্রের অংশ : অধ্যাপক মুজিব
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৬
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের ওয়ালে বিজেপির লোগো লাগিয়ে রাতের অন্ধকারে কুরআন পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গত ১৩ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা মনে করি’ দেশে সাম্প্রদায়িক সংঘাত ও হানাহানি সৃষ্টি করার উদ্দেশ্যে ইসলামবিদ্বেষী মহল যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলে রাতের অন্ধকারে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ।
এ ষড়যন্ত্র সম্পর্কে সজাগ, সচেতন ও সতর্ক থাকার জন্য আমি দেশের; বিশেষ করে রাজশাহীর ছাত্র-জনতা এবং আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামবিদ্বেষী কোনো মহল যাতে ঐ ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আশা করি, সরকার এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।’