আহসান হাবিব বুলবুল-এর কবিতা

এই নগরী এখন


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

এই নগরী এখন গ্রাফিতির
রংতুলির আঁকিবুঁকি শব্দকথা
নিঃশব্দে বলে যায় আমরা হারবো না।
পথিকের চোখ আটকে যায়
দেয়ালে গাছে সড়কে
নৈশব্দ ধ্যানে বলে ওঠে তোমরা পেরেছো।
দুর্বৃত্তরা পালিয়েছে। বাংলার দামাল ছেলেরা
আজ অতন্দ্রপ্রহরী।
‘ছত্রিশ জুলাই’ রক্তের আখরে লেখা রবে চিরদিন।
অনেক মৃত্যুর ধ্বংসস্তূপে আবার জেগে উঠবে জীবন,
হাসবে লাল-সবুজের বাংলাদেশ
অবিনেশ!