তালায় শীতার্তদের মাঝে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর শীতবস্ত্র বিতরণ
১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা-কলারোয়ার নমিনি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, ঢাকা উত্তরা থানার কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. তৈয়বুর রহমান, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল মালেক, ইউপি সদস্য আব্দুল হাকিম, খসরুল ইসলাম প্রমুখ।