ভারতের কাছ থেকে আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণ আশা করি : অধ্যাপক মুজিব


১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮

ভারতের পররাষ্ট্রনীতি স্মরণাতীতকালের মধ্যে সবচেয়ে তলানিতে গিয়ে পৌঁছেছে। ইসকন ও সনাতন হিন্দু এক বিষয় নয়। ইসকন কার্ড ভারতের জন্য বুমেরাং হয়ে যাবে। ভারতের কাছ থেকে আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণ আশা করি। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশবিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উসকানি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।
গত ৮ ডিসেম্বর রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশীসুলভ আচরণ আশা করি। যে পালিয়ে গেছে, সে ফিরে আসবে ইতিহাসে এরকম নজির নেই। আমরা আশা করি, ভারতের শুভ বুদ্ধির উদয় হবে।
আইয়ুব ভূঁইয়া বলেন, ভারতের মূলধারার মিডিয়াগুলো আশা করি প্রোপাগান্ডা থেকে বিরত থাকবে। আমাদের এ উপমহাদেশে যাতে কোনোভাবে অস্থিতিশীলতা দানা বাঁধতে না পারে, সেদিকে তীক্ষè দৃষ্টি রাখতে হবে।
গণশক্তি সভার পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্কের গবেষক মুবিনুল ইসলাম, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন, বাংলাদেশ পলিসি ডিস কোর্স সদস্য শিবলী আহমেদ, কবি মনির ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।