আবদুল হালীম খাঁ-এর কবিতা : আঘাতের প্রতিদান গোলাপ


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

 

(টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদের ভাষণ শুনে লিখিত)

তোমার সাথে আমার আজন্মের আত্মীয়তা
আছে কতকালের কত ভালোবাসার কথা।
কথা তো ছিল পৃথিবী সুন্দর করে গড়ে
সকলেই খাবো সমান সমান ভাগ করে।

যে কথা তুমি ভুলে গেছ আমি ভুলি নাই
তোমার সঙ্গে আমার বিবাদ বেধেছে তাই।
আজো আমি তোমাকে ভালোবাসি আগের মতো
তুমি আমার সাথে ঝগড়া করছো শত শত।

আমি রাস্তায় নামলে তুমি ছুঁড়ে মারো গুলি
তোমার সে গুলি ভালোবেসে বুকে নিই তুলি।
তুমি আমার বুকে বুলেটে করে যত আঘাত
গোলাপ ফুলে ভরে দিই তোমার দুটি হাত।

তোমাকে ভাবি আমার প্রাণপ্রিয় সহচর
অথচ তুমি ভেঙে দিয়েছো আমার বাড়িঘর।
তুমি আমার ছেলেমেয়েদের কর গুম খুন
আমি তোমার ঘর ভরে দিই ফুলের ফাগুন।

তুমি তো আমার বাড়া-ভাতে ঢেলে দাও ছাই
আমি সোনা বলে সঞ্চয় করে রাখি তাই।
তুমি যখন আমার সংসারে ঢালো হতাশা
আমি তোমাকে দিই গোলাপ ফুলের ভালোবাসা।

আমার কথা বলতে যখন তুমি গলা চেপে ধর
তোমার কথা বলতে মঞ্চ তৈরি করে দিই বড়।
তুমি আমাকে করতে চাও দেশ থেকে উৎখাত
আমি তোমার কল্যাণ কামনা করি দিন-রাত।

তোমার আঘাতের প্রতিবাদে করি না আঘাত
আমি কামনা করি তোমার সোনালি প্রভাত।
আমাকে আঘাত করে যদি হাতে ব্যথা পাও
বলি বন্ধু, হাতে ব্যথার মলম ঘষে নাও।
তুমি কাঁটা বিছিয়ে রাখো আমার চলার পথে
আমি তোমাকে শত্রু ভাবতে পারি না কোনো মতে।
আমাকে যখন তুমি দাও জেল অথবা ফাঁসি
সে ফাঁসি আমি গলায় নিই হাসি হাসি।

বিচারকদের বুকে বন্দুক ধরে ধরে
ফাঁসির রায় লিখে নাও মনের মতো করে।
দেশটা লুটেপুটে খেয়েছো পনেরো বছর
আমাকে ভেবেছো তুমি দুশমন আর পর।

দিনের নির্বাচন মধ্যরাতে করে বার বার
বিশ্বের কাছে হয়েছো নিন্দিত স্বৈরাচার।
জনতার ভয়ে দেশ থেকে করেছো পলায়ন
তোমার কুকর্মের জন্য সদা কাঁদে আমার মন।

ফিরে পাবে কি কভু সেই জীবন-যৌবন আর
ভুলের অনলে জ¦লে এখন করছো হাহাকার।
তোমার হিংসা ঘৃণা যত আছে আমায় দাও
বিনিময়ে আমার গোলাপ উপহার নাও।