জাকির আবু জাফর-এর কবিতা : গেলাম বিপ্লব চব্বিশের এক দৃষ্টিহীনের বাড়ি


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

বললাম- বিপ্লব কি দেখতে আসে আপনাকে?
বললেন, আমার দৃষ্টি নিয়ে সেই যে চলে গেলো বিপ্লব আর আসেনি কোনোদিন!
মনটি বড় গুমরে উঠলো
আমি এখন কোথায় খুঁজি বিপ্লবের
চেতনাধারী দুঃসাহসী কাউকে!
এক এক করে ক্ষমতার চেয়ারগুলো দেখলাম! না কোনো চেয়ারই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ কিংবা উজ্জীবিত অথবা সতর্ক নেই! প্রতিটি চেয়ারই এক ধরনের আয়েশি ভঙ্গিতে উদাস!
ভগ্নহৃদয়ে চললাম সংবিধানের বাড়ি,
বাড়িটি চকচকে হলেও বড়ই ঠুনকো
সারা শরীরে কাটাকুটির দাগ
তত্ত্বাবধায়ক সরকারের মৃত আত্মা
তবুও জিজ্ঞেস করলাম, বিপ্লব কোথায়?
না, মুখে কোনো জবান নেই তার
একটি ভাঁজ করা পোস্টার মেলে ধরলো
আমার চোখের সম্মুখে
পরিষ্কার লেখা- এ সংবিধানই হলো বিপ্লবের কবর!
আমার তনু মনে তখন নতুন জিজ্ঞাসা-
তাহলে কি বহাতে হবে আরেকটি বিপ্লবের হাওয়া।