চান মাহমুদ-এর কবিতা : অভিযান


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

ঘোর অমানিশা গভীর রজনী নিঃসীম অন্ধকারে
পিশাচের দল হাসে খলখল পরম তৃপ্তি ভরে।
প্রতারক খল করে নানা ছল একযোগে মাথা তুলে
সততার গাড়ি ফিরে না আর বাড়ি পড়েছে মিথ্যার জালে
বন্ধ কারাগারে রাজদরবারে মিথ্যার বেসাতি করে,
ঘুষ, দুর্নীতি বাড়ে তার গতি সমাজের সর্বস্তরে।
হত্যা পীড়ন হীন আচরণ জাতির কণ্ঠ ধরে
দারুণ হতাশা বাঁধে আজ বাসা ধরণীর ঘরে ঘরে।
অবিচার যত ক্ষত বাড়ে তত জাতির ভাগ্যাকাশে,
অসত্য বচন চলে সারাক্ষণ হাকিমের এজলাসে।
চলে সন্ত্রাস ভয়ভীতি ত্রাস বার বার চাঁদা ধরে
দিতে দেরি হলে হাতিয়ার তুলে সোজাসুজি গুলি করে।
বন রক্ষাকারী কাঠ করে চুরি উজাড় করে বন
সেগুনের গুল স্বর্ণ সমতুল ভাসিয়ে দেয় সে ধন।
গরিবের মাল রিলিফের চাল চেয়ারম্যান চুরি করে
কাজে দেয়া ফাঁকি বাঁধ গড়ে মেকি জনতা ডুবে মরে।
বাজারে আগুন দাম চারগুণ হাঁকছে দোকানি বসে
ভেজাল দিয়ে মাল বেচে আজকাল জেলার কেন্দ্রে এসে।
একি রাজনীতি! স্বজনপ্রীতি নিজের পকেট ভরে
দিন দিন দেশ খোল অবশেষ ডুবে যায় অন্ধকারে।
দলমত ভুলে একসাথে চলে ছাত্র-জনতার সংগ্রাম
হানিলে বজ্রাঘাত আসিবে সুপ্রভাতমুক্ত হবে ধরাধাম।
বক্ষে লাগে গুলি উড়িলেও মাথার খুলি
এগিয়ে চলে পথ ধরে,
কুৎসিত কদর্যতা মুছে পঙ্কিলতা শতদল ফুটে সরোবরে।
জলে আর স্থলে মহাকাশে চলে তরুণের অভিযান
তারা দুর্নিবার রুখবে সাধ্য কার গায় সাম্যের গান।
তারা নির্ভীক সত্য ন্যায়ের প্রতীক লাল-সবুজ মুকুট পরে
বৈষম্য দূর করে সমতা আনে ঘরে
কুচক্রী পালায় চিরতরে।
রাজপথে শুনি জনতার জয়ধ্বনি সাগরের কল্লোল,
দীঘির স্বচ্ছ জলে লাফিয়ে মৎস্য চলে বিহঙ্গ
গাছে খায় দোল।