শেখ মিজানুর রহমান মিনু-এর কবিতা : বিচারের বাণী নিভৃতে কাঁদবে না
২৯ নভেম্বর ২০২৪ ০০:০০
লগি-বৈঠা দিয়ে করেছিলে হত্যা
চুষে নিয়েছিলে রক্ত,
ছাত্র-জনতা আজ উঠেছে জেগে
টিকবে না তোমাদের তখত।
শাপলা চত্বরে যেভাবে তোমরা
ওলামাদের করেছিলে খুন,
ভুলে যাইনি কেউ কড়ায় গণ্ডায়
হিসাব দিতে হবে দশগুণ।
এগিয়ে আসবে ঠিকই সিংহ শাবকেরা
কঠিন বাহু নিয়ে শক্ত॥
আল্লাহর বিচার ঠিক হবেই হবে,
এই জমিনের পরে দেখবে সবে।
পিলখানার সেই শার্দুল সৈনিক
তাদের রক্ত কি বৃথা যাবে,
না, না, না সেটা হতে পারে না
তারা শহীদের মর্যাদা পাবে।
বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না
তাদের কিছু আছে ভক্ত॥