শোক সংবাদ


২২ নভেম্বর ২০২৪ ১২:০০

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদেরের সম্মানিত পিতা ও বাঁশখালী দক্ষিণ পুঁইছড়ি শাইয়ারপাড়া নিবাসী বজলুল আমীন গত ১৫ নভেম্বর সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন(। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য আল্লাহর তাওফিক কামনা করেন। মরহুমের নামাযে জানাযা গত ১৫ নভেম্বর বাদ আসর নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের সন্তান মাওলানা ফজলুল কাদের। এতে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।