সংগঠন সংবাদ


৮ নভেম্বর ২০২৪ ১১:২২

নওয়াপাড়ায় পৌর জামায়াতের বিক্ষোভ সমাবেশ
অভয়নগর (যশোর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌরশাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়ামে পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা সভাপতি মো. রাকিব হাসান, উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হুসাইন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি ও আইবিডব্লিউএফ যশোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, বায়তুলমাল সম্পাদক হাফেজ আ. করিম, শুভরাড়া ইউপি চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাসুদ রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, উপজেলা তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আবু মুসা। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো. দাউদ হোসেন এবং মহাগ্রন্থ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউসুফ আলী।
আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর শিক্ষক প্রতিনিধি সম্মেলন
গত ২ নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক এক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফেডারেশনের অঞ্চল পরিচালক অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সলিমুল্লাহ, প্রফেসর জসিম উদ্দিন খান, ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুর নবী, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি প্রফেসর ড. শফিউল আলম ভুঁইয়া, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক ফজলুল কাদের, মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি ড. মাওলানা আব্দুল মোতালিব, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি মো. নুরুল হুদা, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, ইবতেদায়ী শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম আনসারী।
গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ
গাইবান্ধা সংবাদদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে সারা দেশে ২৬ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ২৮ অক্টোবর সোমবার বিকেলে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্কের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম। জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ, জামায়াতে ইসলাম পৌর শাখার আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, ফয়সাল কবির রানা, আবু হাসান আকন্দ, নুরন্নবী সরকার, মো. ফররুখ আহম্মদ, ওবায়দুর রহমান রাজু, শাহীন মাহমুদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জোবায়ের আলী, আনিছুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জনসহ সারা দেশে ২৬ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এদিকে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও শহীদদের স্মরণে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল বারির সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, পৌর জামায়াতের আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদার, শিবিরের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজনুর ইসলাম, সেক্রেটারি মাজহার ইসলাম প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২৮ অক্টোবর সোমবার ২০০৬ সালের একই দিনে লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে জামায়াত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। ভূঞাপুর উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম। বক্তব্য রাখেন পৌর আমীর মো. শাহজাহান সরকার, সেক্রেটারি আবু শাহেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে নিহতদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলন
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এখনই নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসকল বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। গত শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় সুয়াগাজী টি.এ হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক মো. লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াত সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার, বেলাল হোসাইন, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান জহিরুল ইসলাম, কফিল উদ্দিন মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খায়রুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম তানভীর, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।
ইপিজেড থানা জামায়াতের কার্যালয় উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপামর জনসাধারণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। গত ১ নভেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার বায়তুলমাল সেক্রেটারি ও ৩৯ ওয়ার্ড আমীর ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক বকুল, স্থানীয় এক কলেজের সাবেক জিএস শফিউল আজম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসাইন প্রমুখ।
মাগুরায় রুকন সম্মেলন
গত ২ নভেম্বর শনিবার মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান ঐতিহাসিক আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারাক হোসাইন। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন।
পাবনা জেলা জামায়াত রুকন সম্মেলন
পাবনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তিনি গত ১ নভেম্বর শুক্রবার দুপুরে দারুল আমান ট্রাস্টের মসজিদে আত- তাকওয়ায় পাবনা জেলা জামায়াত আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। পাবনা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহীম। মাওলানা রফিকুল ইসলাম খান ২০২৫-২৬ সেশনের জন্য পাবনা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের নাম অধ্যাপক আবু তালেব মণ্ডল ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান। পরে পাবনা জেলা শূরা সদস্য নির্বাচন এবং ৯টি উপজেলা ও একটি পৌরসভার আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সংবাদদাতা : কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের এ মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়েছিলেন, কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধুমাত্র তার প্রতিচ্ছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি।
লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন
ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম গ্রহণের সুযোগ নেই, বরং জীবনের শেষদিন পর্যন্ত লক্ষ্য ও উদ্দেশ্যে অবিচল থাকতে হবে। তাই দীনের পূর্ণাঙ্গ বিজয়ের পূর্ব পর্যন্ত সকলকে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গত ৩ নভেম্বর রোববার লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর আবু শরীফ ইয়াকুবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর এড. আবুল ফারাহ নিশান, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বতসহ নেতৃবৃন্দ।
ড. রেজাউল করিম বলেন, ২০০৮ সালের পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গত সাড়ে ১৫ বছরে আওয়ামী-বাকশালী সরকার দেশে নির্বিবাদে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে দেশকে রীতিমতো বধ্যভূমিতে পরিণত করেছে। ক্ষমতা গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন দেশপ্রেমিক সাহসী, মেধাবী ও চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড সরাসরি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা জড়িত। তারা কথিত বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের একের পর এক হত্যা করে দেশের মানচিত্রকে রক্তাক্ত ও কলুষিত করেছে। ৫ মে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে পৈশাচিক নিধনযজ্ঞ চালানো হয়। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনের মাধ্যমে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তাই এ বিজয়ের ফসল পুরোপুরি ঘরে তুলতে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতের সকল স্তরের জনশক্তিকে সবসময় সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীরা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান; বিশেষ করে বিচার বিভাগ, ব্যাংক-বীমাসহ অর্থনৈতিক প্রতিষ্ঠান, জনপ্রশাাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী-বাকশালী শাসনামলে অসংখ্য হত্যাকাণ্ডসহ যত অন্যায়-অবিচার সংঘটিত হয়েছে বাংলার মানুষ একদিন এর ন্যায়সংগত বিচার করবেÑ ইনশাআল্লহ। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার দাবি ছিল একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়ার। জামায়াতে ইসলামী দেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। তিনি স্বপ্নের সেই বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে কুরআন-হাদীসের আলোকে জীবন গড়ার পাশাপাশি অসহায়, সমস্যাগ্রস্ত, নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলন
গত ২ নভেম্বর শনিবার সকালে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার নবনির্বাচিত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মো. জয়নাল আবেদীন এবং মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারি শাহজাহান আলী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও মাওলানা লোকমান আহমদ।
পটুয়াখালীর বাউফলে সম্প্রীতি সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলমত ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে আগামীতে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী। নাগরিক-নাগরিকের মধ্যে যেই বিভেদ, বিভক্তি ও বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বিভেদ, বিভক্তি, বৈষম্যমুক্ত জাতি গঠন করা হবে। বিভক্ত জাতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। গত ৩ নভেম্বর শনিবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দায়িত্বশীল সমাবেশ
গত ৩ নভেম্বর রোববার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লা তেঘরিয়ায় অবস্থিত আবদুল ওয়াহিদ (রাহি.) অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীনসহ জেলা নেতৃবৃন্দ।
সহযোগী সদস্য সমাবেশ
দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশের শাসন-ক্ষমতা সৎ, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। গত ৩ নভেম্বর রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া রাহাত্তারপুল সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মাওলানা জাকের উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল হোসাইন, বাকলিয়া থানা কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সেক্রেটারি ওয়াহিদুল কাদের চৌধুরী, বিএম সম্পাদক ইকরামুল হক। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এসএম ইয়াছিন, নুরুল হোসাইন, সায়েদুল ইসলাম, শফিকুল ইসলাম, অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, মাওলানা ওসমান গনি, মাওলানা কোরবান আলী, মাওলানা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ। শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
বকশিরহাট সমাজকল্যাণ পরিষদের সিরাতুন্নবী মাহফিল
মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ অনুকরণ-অনুসরণের মাঝে মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। নবীজি দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য যে পথ প্রদর্শন করে গেছেন, তা অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব। মহানবীর আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করাই প্রত্যেক মুসলমানের প্রধান কাজ, নবীজির আদর্শই আগামীর বাংলাদেশের ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার নিদর্শন হবে, ইনশাআল্লাহ। গত শনিবার (২ নভেম্বর) বাদ মাগরিব থেকে ৩৫ নং বকশিরহাট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চাক্তাইয়ের ভাঙ্গাপুল চত্বরে এক সিরাতুন্নবী মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবক ও বকশিরহাট সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাঈয়েদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান আলোচকের আলোচনা রাখেন কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান, বিশিষ্ট আলোচক মাওলানা ইমরানুল হক সাইয়্যেদ, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা নাঈম উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোসাইন, থানা সেক্রেটারি মোসাক আহমদ, থানা সহকারী সেক্রেটারি আ.ন.ম জুবায়ের প্রমুখ।
কমলগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) কমলগঞ্জের দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কমলগঞ্জ শাখার পরিচালক তানভীর রায়হান ওয়াসিম ও শমশেরনগর শাখার পরিচালক তামিম আহমদের তত্ত্বাবধানে সকাল ৯.৩০টা থেকে ১২.৩০টা পর্যন্ত এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় এগারোশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে। মেধা বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কমলগঞ্জ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার সাবেক চেয়ারম্যান এড. মো. কামরুল ইসলাম, সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক উদ্দিন, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা হাফেজ দেলওয়ার হুসাইন ও তারেক রহমান, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. আব্দুল আহাদ, সুজা মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য সাকিবুর রহমান, মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, ডা. আবু সাঈদ, এডভোকেট আসাদুল্লাহ মেশকাত, মো. আব্দুল হাই, এবাদুর রহমান প্রমুখ।
জুড়ীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুড়ী উপজেলায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) জুড়ী উপজেলার তিনটি কেন্দ্র জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা ও ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির মোট ৯৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কর্মপরিষদ, শূরা সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের প্রিন্সিপাল মামুনুর রশীদ, মৌলভীবাজার পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউ পি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, আইনজীবী শাখাওয়াত হোসাইন, আল ফালাহ ইসলামিক একাডেমি (গোয়ালবাড়ী প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসাইন, জুড়ী ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা চেয়ারম্যান আলম হোসাইন, জুড়ী উপজেলা পরিচালক জুয়েল আহমদ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।
কালীগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন
ইকবাল হোসাইন, (কালীগঞ্জ) ঝিনাইদহ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগ গত ২ নভেম্বর সকাল ৯টায় স্থানীয় ডিআটি ভবনে মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা সেক্রেটারি আধ্যাপক মাওলানা আাব্দুল আওয়াল। পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন উপজেলা জামায়াতের সাংগাঠনিক সেক্রেটারি আব্দুল হক মোল্যা। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলান আবু তালিব, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক শফিউদ্দিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসাইন ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আলীনুর রহমান।
ইউনিয়ন জামায়াতের ব্যবসায়ী ও সুধী সমাবেশ
চরফ্যাশন (ভোলা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈইঠার নৃশংসতার প্রামাণ্য চিত্র প্রদর্শন উপলক্ষে গত রোববার (৩ নভেম্বর) বিকেলে জলিল বেপারি বাজারে ব্যবসায়ী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মো. মাকসুদের রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহিবুল্লাহ জিহাদী। হাজারীগঞ্জ ইউনিয়ন আমীর মো. জাকির হোসেনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।