রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ৮ম সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ ॥ ৮ জিলকদ ১৪৪৫ হিজরী ॥ ১৭ মে ২০২৪

ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দুর্বল-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ভয়ভীতির তোয়াক্কা না করে সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর দীনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব এবং রাসূলকে (সা.) আমাদের নেতা মানার দাওয়াত। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এ কাজে একদিন সফল হব।’
গত ১৩ মে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এফ এম ইউনুস, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ....বিস্তারিত

সংগঠন সংবাদ

যশোর পূর্ব সাংগঠনিক জেলা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিই আমাদের জীবনের মূল লক্ষ্য। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ ও দুঃখ-দুর্দশা লাঘবে সকল পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সা.) একটি আদর্শ সমাজ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে শতভাগ সফল হয়েছিলেন। রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমাদের কুরআনের আইন চালু করার প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে এবং দেশ সমৃদ্ধিতে ভরে উঠবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশে থাকবে না কোনো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন। সমাজের সর্বস্তরের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারবে এবং সকলের মুখে হাসি ফুটবে। তাই জামায়াতে ইসলামীর মূল স্লোগানই হল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আসুন এ স্লোগানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত করি। গত ১১ মে শনিবার যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা আমীর মাস্টার নূরুন্নবী এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর ....বিস্তারিত

সুচিকিৎসা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মাওলানা হাবিবুর রহমান

সিলেট সংবাদদাতা : ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বিশ্ব নার্স দিবসে ইবনে সিনা পরিবারের পক্ষ থেকে সকল নার্সকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুচিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের পাশাপাশি নার্সদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নার্সিং পেশাকে আপনাদের শুধু চাকরি হিসেবে গণ্য না করে সেবা হিসেবে গ্রহণ করতে হবে। এ হাসপাতালের নার্সদের সচেতনতার ওপর সুনাম-সুখ্যাতি নির্ভর করছে। আপনাদের সেবা প্রদানের মাধ্যমে এ হাসপাতাল আগামী দিনে আরও উন্নতির চরম শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।
গত ১২ মে রোববার দুপুরে বিশ্ব নার্স দিবস উপলক্ষে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমএস কর্নেল (অব.) রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মোদাব্বির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার মেজর (অব.) আব্দুস সালাম, সিনিয়র সহকারী মেডিকেল অফিসার ডা. তফাজ্জল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার মো. ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) আলী হায়দার মো. তানভীর, হাসপাতালের মেট্রন মর্জিনা বেগম, নার্স নাজিয়া আক্তার, কাউসার আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন আইসিউ ইনচার্জ ডা. মাসুদ গণি, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মারুফ মোর্শেদ, ম্যানেজার (পার্সেজ) মো. আল আমিন, ডেপুটি ম্যানেজার (অর্থ) মো. মনিরুজ্জামান, সিনিয়র এসিসট্যান্ট ....বিস্তারিত

কলমসৈনিকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে : হামিদুর রহমান আযাদ

ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, মিডিয়াকে সমাজের দর্পণ বলা হয়, কিন্তু বর্তমানে সেই দর্পণে সমাজের সঠিক চিত্র ফুটে উওঠে না। তিনি মিডিয়াকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে সৎসাহসের সাথে কলমসৈনিকের ভূমিকা পালন করার আহ্বান জানান। গত ১১ মে শনিবার ফেনীতে মিডিয়াকর্মীদের দুদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এইচআরডি ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুদ্দিনের সভাপতিত্বে ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আ ন ম আবদুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।
দুদিনের কর্মসূচির প্রারম্ভে কুরআনের দারস পেশ করেন মুফতি মাওলানা আব্দুল হান্নান। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন মাসুমুর রহমান খলিলি, রফিকুজ্জামান, মামুন উদ্দিন ও আলী আবরার।
হামিদুর রহমান আযাদ বলেন, সাংবাদিকদের হারাম ও অসৎ পথ পরিহার এবং লোভ-লালসা ত্যাগ করতে হবে। তিনি বলেন, আপনি যদি সাংবাদিকতার কলাকৌশল ভালোভাবে আয়ত্ত করে দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন, তাহলে আপনাকে পয়সার পেছনে দৌড়াতে হবে না, বরং তখন পয়সা আপনার পেছনে দৌড়াবে। প্রথম সারির মিডিয়াগুলো আপনাকে লুফে নেবে। সেজন্য আপনার জায়গায় আপনি সেরা সেটা প্রমাণ করতে ....বিস্তারিত

শিক্ষাব্যবস্থা থেকে কুরআনের শিক্ষাকে সুকৌশলে মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহত আছে-ছাত্রশিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের দেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কুরআনের বিরোধিতায় কোনো সফলতা না দেখে শিক্ষাব্যবস্থা থেকে কুরআনের শিক্ষাকে সুকৌশলে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। প্রাথমিক সমাপনীর পর থেকেই বিদ্যালয়ের সিলেবাসে ইসলাম শিক্ষাবিষয়ক সাবজেক্টকে ঐচ্ছিক করা, ধর্মনিরপেক্ষতার নামে শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষাকে উপেক্ষা করার মাধ্যমে মূলত ছাত্রসমাজকে কুরআনবিমুখ করা হচ্ছে।
গত ১১ মে শনিবার ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী তাহজিব-তামাদ্দুন, ইসলামী মূল্যবোধ ও ইসলামিক স্বাতন্ত্র্যবোধ থেকে মানুষকে দূরে রাখার জন্য শিক্ষাব্যবস্থায় যৎসামন্য যে ইসলামিক কবিতা, গল্পগুলো ছিল, সেগুলো তুলে দিয়ে তদস্থলে বিজাতীয় সংস্কৃতি ও ধর্মকে প্রমোট করে এমন সব গল্প-কবিতা যুক্ত করা হয়েছে। এমনকি আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের জন্য হুমকি অখণ্ড বাংলার ইতিহাসও যুক্ত করা হয়েছে। এভাবেই আমাদের শিক্ষাব্যবস্থা থেকে সুকৌশলে ইসলামী তাহজিব-তামাদ্দুন, ইসলামী মূল্যবোধ, ইসলামিক স্বাতন্ত্র্যবোধ তথা কুরআনের শিক্ষাকে বাদ দেয়া হচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুগে যুগে আল্লাহদ্রোহীরা কুরআনকে ....বিস্তারিত

ইসলাম মানুষের নিকট প্রেজেন্ট করতে হবে : মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, “তৃণমূল সংগঠন হলো সংগঠনের মূল চালিকাশক্তি। তৃণমূল সংগঠন থেকেই নেতৃত্ব ও জনশক্তি তৈরি হয়। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদের পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের সকল স্তরের লোককেও পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। ইসলামের সুমহান আদর্শ লোকদের নিকট তুলে ধরতে হবে। ইসলাম যে সকলের জন্য কল্যাণকর, তা ব্যবহারিক জীবনের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। নিজেদের প্রতিটি কথা ও কাজের সাথে মিল রেখে চলতে হবে। সমাজের মানুষের কাছে নিজেদের আস্থাভাজন ও বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই সমাজের মানুষ বিপদাপদে আপনাদের নিকট ছুটে আসবে। ব্যাপক দাওয়াত ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মানুষের নিকট প্রেজেন্ট করতে হবে। আমরা যদি নিজেদের এ মানে তৈরি করতে পারি, তাহলে দাওয়াতি কাজ আমাদের জন্য অনেক সহজ হবে এবং তৃণমূলক সংগঠন মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে, ইনশাআল্লাহ।  
তিনি আরও বলেন, ইকামতে দীনের কাজ করা প্রত্যেক মুসলমানদের ওপরে ফরজ। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব। কুরআন ও হাদীস থেকে জ্ঞানার্জন করে আমাদের ব্যক্তি, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধানকে অনুসরণ করতে হবে। সমাজ পরিবর্তনের জন্য দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উপযুক্ত হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে। রাসূল (সা.) আমাদের জ্ঞান ....বিস্তারিত

আটঘরিয়ার সিদ্দিকুর রহমানের ইন্তেকালে জামায়াত আমীরের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সদস্য (রুকন) ও উপজেলা অফিস সেক্রেটারি সিদ্দিকুর রহমান ব্রেইন ইনফেকশনে আক্রান্ত হয়ে গত ১০ মে শুক্রবার ভোর ৫টায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আসর রামনগর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে রামনগর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী : সিদ্দিকুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ১১ মে শনিবার শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, সিদ্দিকুর রহমানের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।  শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহ-খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।

....বিস্তারিত

বগুড়ার সোনার বাংলা সংবাদদাতা খলিলুর রহমান আকন্দের ইন্তেকাল

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও সাতমাথা পত্রিকার সংবাদদাতা ও হোপপীরহাট দাখিল মাদরাসার সুপার মো. খলিলুর রহমান আকন্দ গত ১০ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১১ মে শনিবার সকাল ১০টায় নিজ বাসভবন ছাতিয়ানপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন,  শিবগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সোনার বাংলার বগুড়া অফিস প্রধান মিনাজুল ইসলাম, হোপপীরহাট দাখিল মাদরাসা সহ-সুপার জহুরুল ইসলাম, হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, খোশবদন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা  একরামুল হক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য সাইদুর রহমান সাজু, পাঁচবিবি শিরট্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী, নান্দুরিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, কালাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুনছুর রহমান, মোকামতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান। জানাজায় কালাই, ক্ষেতলাল, ....বিস্তারিত

ধুনটে পৌর জামায়াত নেতার মৃত্যু

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটের বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান (৬০) ইন্তেকাল কারেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি পৌর এলাকার আব্দুল খালেকের পুত্র। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট পৌর এলাকার আমীর ও ধুনট এইচ আর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। গত ২ মে বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পরে বিকেল ৫টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযা ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক পৌর মেয়র আলীমুদ্দীন হারুন, ধুনট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, এইচ.আর.দাখিল মাদরাসার সহ-সুপার ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা পূর্ব নায়েবে আমীর আব্দুল বাছেদ, অর্থসম্পাদক  আব্দুল্লাহিল বাকি, ধুনট উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব নুরুল হুদাসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।