সভ্যতার ইট কাঠ পাথরের মাঝে শ্রমিকদের ঘাম মিশে আছে : অধ্যাপক গোলাম পরওয়ার


১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৯

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বেলেছেন, মালিক যা খাবে পরবে শ্রমিক তাই খাবে পরবে, এই নীতিতেই শ্রমিকদের বেতন-ভাতা ধার্য করতে হবে। মালিক শ্রমিকের মাঝে বৈষম্য ইসলাম পছন্দ করে না। শ্রমিকরা কল-কারখানায় কাজ করে উন্নয়নের চাকা ঘুরাচ্ছে সভ্যতা গড়ে উঠছে। সভ্যতার ইট-কাঠ পাথরের মাঝে শ্রমিকদের ঘাম মিশে আছে।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরো বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী, অনাহারী মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েমের কোনো বিকল্প নেই। ইসলামী শ্রমনীতি ও দীন প্রতিষ্ঠার সংগ্রাম এক ও অভিন্ন। শ্রমিক নেতা মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. ফার্দিন হাসান হাসিবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ্, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন, উপদেষ্টা মো. খায়রুল হাসান, আ স ম ফারুক, মো. আফজাল হোসেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহিবুল্লাহ্, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তামীরুল মিল্লাত মাদরাসা শাখার সভাপতি ও ভিপি আব্দুল্লাহ্ আল মিনহাজ প্রমুখ।
সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের ’২৫ ও ’২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক পদে ফার্দিন হাসান হাসিব নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান।