সড়কে শৃঙ্খলা ইসলামের আদর্শ নিরাপদ সড়কের গ্যারান্টি
২২ অক্টোবর ২০২৫ ১৫:৩৫
২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। সড়কে শৃঙ্খলা ইসলামের আদর্শ নিরাপদ সড়কের গ্যারান্টি। আসুন বিষয়টি রাসূল এর নির্দেশনা অনুসারে আলোচনা করে দেখি।
রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে বলেন—
إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ “রাস্তার ওপর বসো না।
” সাহাবিরা বললেন, “হে আল্লাহর রাসুল! আমাদের তো রাস্তার ধারে বসে গল্প করা ছাড়া উপায় নেই।” তিনি বললেন, “তাহলে রাস্তার হক দাও।” তাঁরা বললেন, “রাস্তার হক কী?” নবী ﷺ বললেন, “চোখ নিচু রাখা, কষ্ট না দেওয়া, সালাম ফিরিয়ে দেওয়া, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা।” (সহিহ বুখারি, হাদিস: ২৪৬৫)
এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) রাস্তার শৃঙ্খলা, সৌজন্য ও নিরাপত্তার আদব শেখালেন। আজ যদি চালক, পথচারী, ব্যবসায়ী, এমনকি ট্রাফিক পুলিশ—সবাই রাস্তার “হক” আদায় করে, সড়কে অবৈধ দখল করে সড়দ সংকীর্ণ করার রোধ করে, সড়কের ফুটপাত দখল মুক্ত রাখে, সড়কের যত্রতত্র পারাপার নিয়ন্ত্রণ করে। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
সড়ক দুর্ঘটনার নৈতিক কারণ
আজকের দুর্ঘটনার পেছনে শুধু খারাপ রাস্তা নয়, রয়েছে আমাদের নৈতিক অবক্ষয়।
১. অতিরিক্ত গতি ও অহংকার: নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে চালকরা অমানবিকভাবে গতি বাড়ায়। অথচ পবিত্র কোরআন বলে—
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
“পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না।” (সূরা লুকমান, আয়াত :১৮)
২. অবহেলা ও দায়িত্বহীনতা: গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, বিশ্রাম—এসব অমান্য করা এক ধরনের খিয়ানত (বিশ্বাসভঙ্গ)। আল্লাহ বলেন—
إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الأَمَانَاتِ إِلَى أَهْلِهَا
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন, তোমরা আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দাও।” — (সুরা নিসা, আয়াত : ৫৮)
৩. ঘুষ ও অন্যায় লাইসেন্স প্রদান: ইসলাম ঘুষকে হারাম ঘোষণা করেছে-
وَ لَا تَاۡكُلُوۡۤا اَمۡوَالَكُمۡ بَیۡنَكُمۡ بِالۡبَاطِلِ وَ تُدۡلُوۡا بِهَاۤ اِلَی الۡحُكَّامِ لِتَاۡكُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۸﴾
আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না (সূরা বাকারা, আয়াত :১৮৮)। অথচ আমাদের দেশে বহু ড্রাইভার ঘুষ দিয়ে লাইসেন্স পায়, যা পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
সড়ক নিরাপত্তা ও রাষ্ট্রের দায়িত্ব
ইসলামী রাষ্ট্রব্যবস্থায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। উমর (রা.) বলেছিলেন—
“ফোরাত নদীর তীরে একটি ছাগলও যদি ক্ষুধায় বা অবহেলায় মারা যায়, উমরকে তার জন্য জবাবদিহি করতে হবে।” সড়কে প্রতিদিন যে প্রাণহানি ঘটছে, তার দায়ও প্রশাসনের উপর বর্তায়। রাস্তার মান, ট্রাফিক আইনের কঠোরতা, যানবাহন ব্যবস্থাপনা—সবকিছুই ইসলামী দৃষ্টিতে আমানতদারিত্ব। ন্যায়বিচারভিত্তিক নীতি না থাকলে দুর্ঘটনা কমবে না।
সচেতনতা: ঈমানেরই অংশ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
“সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ” — (সহিহ বুখারি, হাদিস: ১০)
যে চালকের কারণে মানুষ নিরাপদ নয়, সে প্রকৃত মুমিনের চেহারা ধারণ করতে পারে না। তাই সড়ক নিরাপত্তা কেবল সামাজিক দায়িত্ব নয়—এটি ঈমানেরই প্রকাশ। নিরাপদ ড্রাইভিং মানে মানবতার প্রতি ঈমানি দায়িত্ব পালন।
সড়ক সংস্কৃতি ও সভ্যতার মানদণ্ড
যে জাতির রাস্তায় শৃঙ্খলা নেই, সে জাতি সভ্যতার উচ্চতর আসনে পৌঁছাতে পারে না। মদ্যপ বা অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালানো আজকের যুগের একটি ভয়াবহ মহামারী। ইসলাম মদ্যপানকে “উম্মুল খাবায়িস”—সমস্ত অকল্যাণের জননী বলেছেন। তাই মদ্যপ চালক কেবল রাষ্ট্রের আইনের নয়, আল্লাহর সামনেও অপরাধী।
সমাধানের ইসলামী পথ
১. নৈতিক শিক্ষা ও তাওহিদী চেতনা জাগানো। মানুষ বুঝুক—প্রত্যেক জীবন আল্লাহর আমানত।
২. ইসলামী ট্রাফিক শিক্ষা। মসজিদ, মাদরাসা, স্কুলে সড়ক-আদব শেখানো।
৩. জবাবদিহিমূলক প্রশাসন। রাষ্ট্র যদি “খলিফা”র আদর্শে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে, দুর্ঘটনা অনেক কমবে।
৪. জনসচেতনতা ও দোয়া। মহানবী (সা.) শিখিয়েছেন,
اللهم إني أعوذ بك من زوال نعمتك ومن تحول عافيتك ومن فجاءة نقمتك ومن جميع سخطك
“হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই হঠাৎ বিপদ ও তোমার অসন্তোষ থেকে।” — (সহিহ মুসলিম, ২৭৩৯)
নিরাপদ সড়ক মানে শুধু দুর্ঘটনামুক্ত রাস্তা নয়; এটি আল্লাহর বান্দাদের নিরাপত্তা, সমাজের নৈতিক শুদ্ধতা এবং রাষ্ট্রের আমানতদারিত্বের সম্মিলিত প্রতীক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته
‘তোমাদের প্রত্যেকেই এক একজন রক্ষক, এবং প্রত্যেকে নিজের দায়িত্বে জবাবদিহি করবে।” (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)