সংবাদ শিরোনামঃ

ভারতকে করিডোর দেয়া হয়েছে ** সরকারের পতন ঘটাতে ঢাকা যেতে হবে ** কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের অন্যায় অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জবাব দেয়া হবে ** বিজয়ের ব্যাপারে সবাই আশাবাদী ** রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে মুক্তি দিন ** যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে খালেদা জিয়া : এপিঠ-ওপিঠ ** একান্ত অনুভবে আব্দুল মান্নান তালিব ** নাব্য সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম ঢাকা-বরিশাল নৌ-রুট ** ওভারলোডিং যানবাহন চলাচলে মহাসড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে **

ঢাকা শুক্রবার ৬ কার্তিক ১৪১৮, ২২ জিলকদ ১৪৩২, ২১ অক্টোবর ২০১১

হুসাইন আল জাওয়াদ
আর রাহীকুল মাখতুম

মূল : শাইখ সফিউর রহমান মোবারকপুরী

অনুবাদ : ডক্টর শাহ মুহাম্মদ আব্দুর রাহীম

সোনালী সোপান প্রকাশনা প্রতিষ্ঠান

৩৮/৩ বাংলাবাজার, ঢাকা-১১০০

প্রকাশকাল : ডিসেম্বর ২০১০

হাদিয়া-৬০০ টাকা

আর রাহীকুল মাখতুম। একটি জীবনচরিত। মহানবী (সা.)-এর জীবনী। যে গ্রন্থটি বর্তমান বিশ্বে বেশ আলোচিত, প্রশংসনীয়। লেখক ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক। ১৯৯৬ হিজরীতে রবিউল আউয়াল মাসে পাকিস্তানের করাচিতে মহানবীর (সা.) সীরাত বিষয়ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে রাবেতা আলমে ইসলামী নবীকুল শিরমণি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীমূলক রচনা আহ্বান করেছি। জমা হয় ১১৮২টি প্রবন্ধ। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এ পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এই মহতী আয়োজনের উদ্দেশ্য ছিল উপযুক্ত গ্রন্থকারদের মধ্যে সুগভীর মনীষা ও গবেষণাজনিত যৌক্তিক রচনা ও অনুসন্ধানী স্পৃহা সৃষ্টির মাধ্যমে নবী চরিত (সা.) বিষয়ে উৎকৃষ্ট মানের গ্রন্থ রচনা। আমার মতে এটি ছিল কল্যাণবহ উদ্যোগ।

এর মাধ্যমে বিশ্বনবীর জীবনকে নির্ভুলভাবে জনগণের সম্মুখে তুলে ধরা হয়েছে। ভিত্তিহীন, যুক্তিহীন কথা এ গ্রন্থে স্থান দেয়া হয়নি। প্রতিটি আলোচনায় কুরআন-হাদিস, কিংবা ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। যাতে পাঠকের মনে কোনো সংকোচ না জাগে। বিশ্বনবীকে নিয়ে আজ অবধি হাজার হাজার গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। আরো হবে। সন্দেহ নাই তাতে। এর মধ্যে কয়টি গ্রন্থই যুক্তির বিচারে কষ্টিপাথরে যাচাই করলে গ্রহণযোগ্যতা পাবে? সেগুলো দলিল প্রমাণহীন লেখা আমি বলছি না সব মিথ্যা ও বানোয়াট। বরং বলবো গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কিংবা নির্ভুলতার মানদণ্ডে দ্বিধা সৃষ্টি করবে। এ গ্রন্থটি তার থেকে আলাদা।

লেখক প্রথমে গ্রন্থটি আরবি ভাষায় লেখেন। পরে উর্দু ভাষায়ও প্রকাশ করা হয়। আরবি, উর্দু, ইংরেজি ভাষায় গ্রন্থটি অল্পদিনে পাঠকপ্রিয়তা অর্জন করে। বাংলা ভাষায়ও এর কয়েকটি অনুবাদগ্রন্থ বের হয়। অনুবাদক বলেছেন, বইটি মূল আরবি ও উর্দুর সাথে মিল রেখে এর সাবলীলতা আনয়নের চেষ্টা করা হয়েছে। ফলে এর মৌলিকত্ব রক্ষা হয়েছে। গ্রন্থাবলীর প্রাসঙ্গিক স্থানে প্রচুর ঐতিহাসিক চিত্র/মানচিত্র সন্নিবেশ করা হয়েছে। তাছাড়া বইটির ডিজিটাল সিডি করা হয়েছে যা দেখে পাঠক রাসূলুল্লাহ (সা.)-এর দেশের তাঁর সময়কার ও বর্তমান অবস্থা সম্পর্কে আনন্দ ও তৃপ্তি পাবেন। অন্যান্য গ্রন্থে এসব ছবি মানচিত্র নেই বলে এটি এক বিশেষ বৈশিষ্ট্যধারণ করেছে। বর্তমান বাজার বিবেচনায় দামও বেশি নয়। ৬৪২ পৃষ্ঠায় এই বইটিকে সাজানো হয়েছে। সীরাতের সাথে সামঞ্জস্য রেখে কভার ডিজাইনও করা হয়েছে। যারা আশেকে রাসূল, জানতে চান তাঁর সঠিক জীবনেতিহাস, তাহলে আজই সংগ্রহ করুন ডক্টর শাহ মুহাম্মদ আব্দুর রাহীম অনূদিত গ্রন্থ আর রাহীকুল মাখতুম। বইটির বহুল প্রচার কামনা করি।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।