সংবাদ শিরোনামঃ

গণআন্দোলনের ডাক ** সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণে দেশজুড়ে গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে ** বিচারপতিদের অভিশংসন, সম্প্রচার নীতিমালা গণতন্ত্রের ওপর ডেমোকিসের ছুরি ** ইরাকে পশ্চিমাদের হোলি খেলা ** অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করুন ** সরকার স্বাধীন বিচারব্যবস্থার ভিত্তিমূলে আঘাত করছে ** বন্যাকবলিতদের দুর্দশা লাঘবে সরকারের যথাযথ উদ্যোগ প্রয়োজন ** হীনম্মন্যতাবোধ এবং সেবাদাসদের দৌরাত্ম্য ** সাম্রাজ্যবাদ ও কাজী নজরুল ইসলাম ** পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে উদযাপিত হলো ঈদুল ফিতর ** উপমহাদেশে রেল দুর্ঘটনার শীর্ষে বাংলাদেশ, ক্ষয়ক্ষতিতে ভারত ** বন্যাপরিস্থিতির চরম অবনতি ** মুসলমানদের অনৈক্যের কারণেই ইসরাইল গাজায় নির্বিচার গণহত্যা চালাচ্ছে **

ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪২১, ২৫ শাওয়াল ১৪৩৫, ২২ আগস্ট ২০১৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর ও সাবেক ডাইরেক্টর এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের মৃত্যুতে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

মোহাম্মদ মোশাররফ হোসেন ১৯৮৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্যাংকের কমার্শিয়াল অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শোক বার্তায় ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠায় তিনি ছিলেন এক অগ্রণী ব্যক্তিত্ব। ব্যাংকের আজকের সুদৃঢ় অবস্থানের পেছনে তাঁর মতো ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য। তাঁর কর্মময় জীবনের প্রতিটি েেত্র দেশ ও জাতির সার্বিক কল্যাণের বিষয়টি সর্বাগ্রে বিবেচিত হতো। আমরা তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করব।

শোক বার্তায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে মরহুম মোহাম্মদ মোশাররফ হোসেনের অবদান শুধু ইসলামী ব্যাংক পরিবারেই নয় বরং সমগ্র জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। ইসলামী ব্যাংকের অর্থায়নে দেশের গার্মেন্টস শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ তাঁর নিরলস প্রচেষ্টার ফসল। জনশক্তি রফতানির মাধ্যমে রেমিট্যান্স আহরণ করে দেশের শিল্প-বাণিজ্য প্রসারে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।