সংবাদ শিরোনামঃ

গাজায় ইসরাইলি হামলা : বিপন্ন মানবতা ** ঈদের পর আন্দোলন ** ঈদবাজারের সিংহভাগই বিদেশী পণ্যের দখলে ** দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে : মাওলানা আব্দুল হালিম ** রাজনীতিতে বদ্ধ ও গুমোট অবস্থা বিরাজ করছে ** ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে ** এ যেন সেই ‘ভাতে মারবো, পানিতে মারবো’র মতো ব্যাপার-স্যাপার! ** সারাদেশে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ** ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ** ঈদুল ফিতরের তাৎপর্য ** সেকালের ঈদ **

ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪২১, ২৬ রমজান ১৪৩৫, ২৫ জুলাই ২০১৪

সিলেট সদর উপজেলা জামায়াত আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার এবং বাকলিয়া থানা উত্তর ছাত্রশিবিরের সাথী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মসরুর হোসাইন

দৌলতপুর : গত ১৭ জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৌলতপুর থানা শাখার উদ্যোগে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্্রাহীম হোসেনের পরিচালনায় ঘড়িয়ালায় একটি অডিটরিয়ামে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মানিকগঞ্জ জেলা সভাপতি ও পৌর জামায়াতের আমীর আবুল কালাম আযাদ, শিবিরের মানিকগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, জেলা দাওয়াহ সম্পাদক আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ পৌরসভা সভাপতি এস এম ফেরদৌস, পৗর জামায়াতের অফিস সম্পাদক ফারুখ হোসেন, মাহাম্মাদুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি তার আলোচনায় বলেন রমজান থেকে শিা নিয়ে আমাদের তাকওয়া অর্জন করে সমাজ বিনির্মাণে যুবসমাজের প্রতিনিধিত্বকারী ছাত্রশিবিরকেই গুরুত্বপপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

 à¦¸à§à¦¨à¦¾à¦®à¦—ঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস এটাচি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার হলরুমে এলাকাবাসীর সম্মানে এই মাহফিলের আয়োজন করা হয়।

জামেয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদের সভাপতিত্বে ও মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামেয়ার প্রধান মুহাদ্দিস মাওলানা বদরুদ্দীন ইসহাক আল মাদানী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার গভর্নিং বডির সভাপতি মো. হাতিমুর রহমান, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, আরবি প্রভাষক মাওলানা হাবিবুল্লাহ আছকির। এসময় জামেয়ার শিক্ষক ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় পাবিলক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল।

সদর উপজেলা প্রেসিডেন্ট আলমগীর আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত পার্টিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট মো. রেজাউল করিম, আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার সেকেন্ড ম্যানাজার মো. জাহাঙ্গির আলম।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, ব্যবসার মাধ্যমে উপার্জনই হল শ্রেষ্ট উপার্জন। তবে হারাম পণ্যের ব্যবসা বন্ধ করতে হবে। খাদ্যে ভেজাল দেয়া যাবে না। কৃত্রিম সঙ্কট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করা যাবে না। ওজনে কম দেয়া যাবে না।

তারা বলেন, ব্যবসায়ীদের সম্পদে আল্লাহ ও বান্দার হক রয়েছে। আর্তমানবতার সেবায় কাজ করে সততার সাথে ব্যবসা করতে পারলে দুনিয়ায় সফলতার পাশাপাশি পরকালে জান্নাত লাভ করা যাবে। বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ব্যবসায়ীদের কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি কুদরতে এলাহী মারুফ, ড্রিমভ্যালি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সেক্রেটারি মো. আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদ উদ্দিন, ভিশন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল হক ওলী, গ্রিনবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মো. সুহেল আলমসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : গত ১৮ জুলাই শুক্রবার আগৈলঝাড়ার একমাত্র নিউজ পোর্টাল আমাদের আগৈলঝাড়া ডট কম এর উদ্যোগে আগৈলঝাড়া প্রেস কাব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউজ পোর্টালের সম্পাদক মণ্ডলীর সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া ডট কম এর সম্পাদক মো. মাসুদ রানা পান্না, আগৈলঝাড়া প্রেস কাবের সভাপতি ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া প্রেস কাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সহ-সভাপতি মো. ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ও নিউজ পোর্টালের বার্তা সম্পাদক এস এম শামীম প্রমুখ। পরে দোয়া ও মিলাদ শেষে ইফতার অনুষ্ঠিত হয়।

 à¦šà¦¾à¦•à§à¦¤à¦¾à¦‡ (চট্টগ্রাম) : ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চাক্তাই শাখার উদ্যোগে “অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৭ জুলাই বিকাল ৫টায় ব্যাংক প্রাঙ্গণে শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা প্রধান ও এসভিপি মোহাম্মদ কায়সার আলী। প্রধান আলোচক ছিলেন আইআইইউসি’র ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আযহারী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভিপি ও খাতুনগঞ্জ শাখার ম্যানেজার অপারেশনস মো. আবদুর রব মৃধা। স্বাগত বক্তব্য রাখেন শাখার ম্যানেজার অপারেশনস এম কবির আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনিস এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার শাহ জালাল খান।

প্রধান অতিথি মোহাম্মদ কায়সার আলী বলেন, ইসলামী ব্যাংক সম্পূর্ণ সুদ মুক্ত একটি ব্যাংক। এ ব্যাংক যে পদ্ধতিতে আমানত গ্রহণ করে তা দেশের সাধারণ মানুষ জানলে অন্য কোনো ব্যাংকে মানুষ আর যাবে না। ইসলামী ব্যাংক শরীয়াহ মোতাবেক পরিচালিত একটি ব্যাংক। তিনি সবাইকে রমজানের শিায় উদ্বুদ্ধ হয়ে ইসলামী বিধান সমূহ পালন করার আহ্বান জানান।

রাজশাহী : গত ১৮ জুলাই ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর উদ্যোগে “মাহে রমজানের শিা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের অফিসার-১ (প্রশাসন) ড. মুহা. আব্দুর রহমানের পরিচালনায় বিকাল ৫.৩০টায় জমজম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের প্রফেসর ড. এম. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম. নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর সাবেক পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রফেসর ডা. মো. ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র অফিসার (প্রশাসন) ছামিউল হক ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর সুপারিনটেনডেন্ট ডা. মো. মাসুদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

সৌদী বাদশার সৌজন্যে চট্টগ্রামে ইফতার : সৌদী বাদশাহ খাদেমুল হারামাইন আশশারীফাইন আবদুল্লাহ বিন আবদুল আজিজের সৌজন্যে সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও গ্রাম অঞ্চলে পবিত্র রমজানের রোজাদারদের জন্য ইফতারের প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এটা রাজকীয় সৌদী সরকারের ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশে অবস্থিত রাজকীয় সৌদী দূতাবাসের রিলিজিয়াস এটাচি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তার ধারাবাহিতকায় এক পবিত্র ইফতার মাহফিল চন্দপুরা দারুল উলুম আলিয়া মাদরাসায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ইসলামী চিন্তাবিদগণ ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অত্র অঞ্চলের সৌদী মুবাল্লিগ হজরত মাওলানা এম এম মুনিরুল মান্নান বর্তমান সমাজের প্রোপটে ইসলামী আকীদা এবং সমাজে প্রচলিত বিভিন্ন বিদআত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং মুসলিম সমাজকে শিরক ও বিদআত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক লিয়াকত আখতার ছিদ্দিকী, অধ্যাপক কামাল উদ্দিন, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ক্বারী আহমদ হোসাইন, ডা: মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

শমসের পাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম নগরীর শমসের পাড়া হাজী মিন্নাত আলী মুন্সি জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন জমির উদ্দিন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ রোজাদাররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌদী মুয়াল্লিম হজরতুল আল্লামা মুহিউদ্দিন মুহাম্মদ মনিুরুল মান্নান রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সৌদী সরকারের ইসলামী বিষয়ক ধর্মমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশস্থ সৌদী দূতাবাসের রিলিজিয়াস এট্যাচি কর্তৃক বাস্তাবায়িত ইফতার প্রোগ্রামের প্রশংসা করেন। এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আখতার ছিদ্দিকী, এডভোকেট গোলাম ফারুক, এয়ার মুহাম্মদ প্রমুখ।

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : সাপাহার প্রেস কাবের উদ্যোগে গত ১৭ জুলাই প্রেস কাব কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। অন্যদের মধ্যে প্রেস কাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা সু’জন এর সভাপতি নুরুল ইসলাম মাস্টার, প্রেস কাবের সাবেক সভাপতি মো. তছলিম উদ্দীন, সেক্রেটারি আব্দুর রহিম, সাংবাদিক বাবুল আক্তার, গোলাপ খন্দকার, মফিজ উদ্দীন, আ’জীবন সদস্য মো. মনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ ও সারা মুসলিম উম্মার অগ্রযাত্রা ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো. মোকসেদুল হক।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ১৮ জুলাই বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফ আলী মণ্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি কমর সেলিমের পরিচালনায় আলোচনা রাখেন বিরামপুর পৌর সভার মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আজাদুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডা. মশিহুর রহমান, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সেক্রেটারি তরিকুল ইসলাম, বিরামপুর উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আমজাদ হোসাইন, সেক্রেটারি অধ্যাপক মকছেদ আলী, বায়তুলমাল সেক্রেটারি হাফিজুল ইসলাম, পৌর বিএনপি’র সেক্রেটারি শফিকুল আলম মামুন, ব্যাংকার, সাংবাদিক, কলেজের অধ্যাপকসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : কাটলা মাধুপুর এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে গত ১৭ জুলাই বৃহস্পতিবার রমজানের তাৎপর্য ও শিা শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন দিনাজপুর জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মকছেদ আলী, বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসার মুফাস্সীর মাওলানা আব্দুল বাতেন, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাকিম হোসেন ও মাওলানা মোসলেম উদ্দীন প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন মহিলা বিভাগের উদ্যোগে পাতহাটে গত ১৮ জুলাই শুক্রবার রমজানের তাৎপর্য ও শিা শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দায়িত্বশীলা লায়লা আরজুমানের সভানেত্রীতে প্রধান অতিথির আলোচনা রাখেন দিনাজপুর জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মুহাদ্দিস এনামুল হক সরকার। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন ইউনিয়ন সেক্রেটারি মোত্তালেব হোসেন, উপজেলা মহিলা বিভাগের বায়তুলমাল সেক্রেটারি আয়েশা সিদ্দিকা ও আলতাফুন নেছা প্রমূখ।

ঠাকুরগাঁও সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই শুক্রবার শহরের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে Ÿà¦•à§à¦¤à¦¬à§à¦¯ রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সেক্রেটারি আবুল হাশেম বাদল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা সভাপতি ইউসুফ আলী, ঠাকুরগাঁও শহর সভাপতি জাহিদুল ইসলাম, সদর থানা সভাপতি আব্দুল করিম, শহর সেক্রেটারি নজরুল ইসলাম, সদর থানা সেক্রেটারি খুরশীদ আলমসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমিকরা আজ অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় একমাত্র সমাধান হলো ইসলামী শ্রমিক শ্রমনীতি বাস্তবায়ন করা। তবেই শ্রমিকরা ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। প্রতিষ্ঠা হবে একটি শ্রম বান্ধব সমাজ।

সিলেট তিব্বিয়া কলেজ : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য উন্নয়নে বদ্ধপরিকর। মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম স্বাস্থ্য সেবার মানউন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ইউনানী চিকিৎসা সেবায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এ চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে সহজলভ্য পদ্ধতি গ্রহণ করেছেন। এতে শিক্ষক-শিক্ষার্থী এবং চিকিৎসা গ্রহণকারীরা উপকৃত হচ্ছেন। এ জন্য চিকিৎসকদের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। তবেই সরকার গৃহীত পদক্ষেপ সফলতা লাভ করবে। 

তিনি গত ১৮ জুলাই শুক্রবার বিকেলে সিলেট সরকারি তিব্বিয়া কলেজ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ ডা. মো. মাশুকুর রহমানের সভাপতিত্বে ও সার্জারি বিভাগের প্রভাষক হাকীম মো. আক্তার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সংস্কৃতি কলেজের ডা. দিলিপ কুমার দাস চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রভাষক হাকীম সহির উদ্দিন, প্যাথোলজি বিভাগের প্রভাষক হাকীম মো. মিফতাহুল হোসেন সুইট, গাইনি বিভাগের প্রভাষক হাকীম মো. আলাউদ্দিন সরকার, ইউনানী মেডিসিন প্রভাষক হাকীম মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন হাকীম এস.এম লুৎফুর রহমান, ফিজিওলজি বিভাগের প্রভাষক হাকীম জাকি ইবরাহীম, প্রাক্তন ছাত্র হাকীম জালাল উদ্দিন, মহানগর শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক শামীম ইকবাল, রুহুল আলম চৌধুরী উজ্জল, জেলা যুবলীগ নেতা সৈয়দ হাসিন আহমদ মিণ্টু, মির্জা শেরওয়ান, মহানগর ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক দুলাল আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সেলিম আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দিলদার হোসেন শামীম। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে হাকীম এমদাদ মিয়া। শিক্ষকদের পক্ষে বরণ করেন হাকীম জালাল উদ্দিন ও হাকীম জামাল হাসান। ক্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ ডা. মো. মাশুকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী : গত ১৬ জুলাই চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সংস্থার সাধারণ সভা ও ইফতার মাহফিল সংস্থার আহ্বায়ক কাজী রবিউল হোসেনের সভাপতিত্বে এবং সৈকত ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব টিসু পালিত। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রতন মজুমদার, এনামূল হক, জানে আলম, গিয়াস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক অসীম চন্দ্র বাপ্পী, জামাল আহমেদ, সাইফুল মিঠু, ইলিয়াছ ইলু, শাহাদাত আনোয়ার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি অশোক চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত সাজু, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি মো. আলাউদ্দিন তাহের, সাধারণ সম্পাদক কামরুল আজম টিপু, ফনি বাবুসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা প্রমুখ। পরে সংস্থার ইফতার মাহফিলে সকলে অংশগ্রহণ করেন এবং সকলের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালীতে স্কুল, মাদরাসা ও কলেজ প্রতিনিধিদের সম্মানে আয়োজিত উপজেলা ছাত্রশিবির দক্ষিণ শাখার ইফতার মাহফিল সম্পন্ন। গত ১৯ জুলাই বাদ আসর জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে শিবির সভাপতি হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে সেক্রেটারি আলীম উদ্দীনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিবির সেক্রেটারি এম আজিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলানা জহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাস্টার শামীম ইকবাল, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মৌলানা আব্দুল মালেক, জামায়াত নেতা কুতুব উদ্দীন, মাস্টার আবু তালেব, মৌলনা কুতুব উদ্দীন, নুরুল আলম, মাস্টার আবুল কালাম আজাদ, বাদশা মিয়া, মৌলানা রহমত উল্লাহ, ছাত্র শিবির উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলমসহ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন ইসলাম প্রচারের প্রাক্কালীন সময় বদর যুদ্ধে ৩১৩ জন মুসলিম সৈন্য নিয়ে ইসলাম বিজয়ের সূচনা থেকে শিক্ষা ও মাহে রমজানে কুরআন হাদিসের আলোকে নিজের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম ও বিশিষ্ট মোফাচ্ছির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের বন্দী সকল নেতাকর্মীদের মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে।  

বড় মহেশখালী সমাজকল্যাণ সংগঠন : বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম মুন্সীর ডেইল ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। গত ১৯ জুলাই বাদ আসর পশ্চিম মুন্সীর ডেইল বায়তুশ শরফ জামে মসজিদ ময়দানে সংগঠনের উপদেষ্টা মাস্টার সাইদুল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার এবাদুল হকের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন দারুল কুরআন দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা হাফেজ আমানুল হক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসমাইল, সংগঠনের উপদেষ্টা শামসুল আলম, মুরব্বী আছদ আলী, আশরাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিক সরওয়ার কামাল, অর্থ সম্পাদক নুরুল হাশেম, মৌলানা জালাল উদ্দীন, আব্দু সাত্তার, মাহবুব আলম, মাস্টার সাহেদ, ফরিদুল আলম, ছেয়দুল হক, সাইফুল ইসলাম প্রমুখ। সভা হাফেজ ফয়সাল উদ্দীনের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু ও মৌওলানা আমানুল হকের মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

হোয়ানক : হোয়ানক ইউনিয়ন দক্ষিণ শাখা জামায়াতের বদর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গত ১৬ জুলাই বাদ আসর পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাস্টার আক্তার কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত দক্ষিণ শাখার সাবেক আমীর জাকের হোছাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাস্টার শামীম ইকবাল, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মৌলানা আব্দুল মালেক, কুতুবজোম ইউনিয়ন সভাপতি মৌলানা সিরাজুল হক, বড় মহেশখালী ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জালাল উদ্দীন, মৌলানা আব্দুল মালেক, আবু শমা, মোহাম্মদ হোছাইন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মাস্টার শরীফ, মৌলানা আবছার, ছাত্র শিবির হোয়ানক ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : সাপাহার রিপোর্টার্স ফোরামে ইফতার ও মিলাদ মাহফিল গত গত ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক (আরব) চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক বাবুল আকতার, প্রেস কাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সমাজ সেবক শাহজাহান চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা সাপাহার শাখা সভাপতি ছাদেক উদ্দীন, বিশিষ্ট ঠিকাদার ছাদেকুল ইসলাম, থানার এএসআই নাদিম আলী, কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরণ অফিসার আতাউর রহমান সেলিম, রিপোর্টার্স ফোরামের সভাপতি হাফিজুল হক, সহ-সভাপতি নয়ন বাবু, ইসলামপুর মোড়ের মেসার্স আমিনা ট্রেডার্সের প্রোপাইটার বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ কবির, প্রেস কাব সদস্য আবুল হোসেন, শাহজাহান সিরাজ প্রমুখ।

কক্সবাজার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিণ ও ইফতার মাহফিল গত ১৯ জুলাই উপজেলা আমীর মাওলানা শফিউল হক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন দ্বীনি আন্দোলনের প্রয়োজনে জামায়াত কর্মীদের জানমালের সর্বোচ্চ কুরবানী দিতে এগিয়ে আসতে হবে। স্বৈরাচারী জালিম সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বিরোধী দলের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জি.এম রহিমুল্লাহ। বক্তব্য রাখেন জেলা সহ সেক্রেটারি এড. ফরিদ উদ্দিন ফারুকী, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, জেলা অফিস ও শ্রম সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আলমগীর, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক খোরশেদ আলম আনছারী, সদর সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, মুহাম্মদ আব্দুশ শাকুর ও সিরাজুল ইসলাম (আনু মেম্বার) প্রমুখ। বক্তাগণ ইসরাইলি বর্বর হামলায় মজলুম ফিলিস্তনি জনগণের পাশে দাঁড়াবার জন্য পৃথিবীর সর্বস্তরের মানবতাবাদী জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। অবিলম্বে ইসরাইলের ন্যক্কারজনক হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ ওআইসি, জাতিসংঘ, আরব লিগসহ সকল সংস্থাকে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান।

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: উপজেলার ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ ঈসা’র সভাপতিত্বে গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রধান মহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, মাওলানা আবদুস ছালাম জিরী। অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল আবছার, চুনতি হাকিমিয়িা কামিল মাদরাসার অধ্য হাফিজুল হক নিযামী, বিশিষ্ট শিল্পপতি সোলতান আহমদ চৌধুরী বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজ, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ ম্যানেজার আবদুর রউফ মৃধা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. শোয়াইব। পবিত্র কুরআন তিলাওয়াত করেন ফিল্ড অফিসার মো. শাহজাহান, ইসলামী সংগীত পরিবেশন করেন ফিল্ড অফিসার মো. নুরুন্নবী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সপাল অফিসার মো. হাসমত আলী।

বক্তারা বলেন, যেখানে ইসলাম সেখানেই শান্তি। অথচ মুসলমানদের অনৈক্যের কারণে আজ সারা বিশ্বে আমরা মার খাচ্ছি। মুসলমানেরা বর্তমানে ইজ্জ্বত হারাচ্ছে। মুসলমানদের মনে জিহাদের প্রেরণা অনুপস্থিত থাকায় আজকে আমাদের এই দুঃখ-দুর্দশা।

নাগেশ্বরী সংবাদদাতা : গত ১৮ জুলাই নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাফিলের আয়োজন করে। মাহফিলে ‘পবিত্র রমাজানের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় বক্তব্য রাখেন মো. আজিজুর রহমান সরকার জেলা আমীর, আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম নায়েবে আমীর, মাওলানা আব্দুল মতীন ফারুকী জেলা সেক্রেটারি, মো. মজিবুল ইসলাম খোন্দকার ভাইস চেয়াম্যান, উপজেলা পরিষদ, মাওলানা মো. আব্দুল মান্নান মিঞা, উপজেলা আমীর, মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া, সেক্রেটারি (ভারপ্রাপ্ত)। ইফতার মাহফিলে অসংখ্য রোজাদার মুসল্লি অংশ গ্রহণ করেন।

 à¦¨à¦¾à¦œà¦¿à¦°à¦¹à¦¾à¦Ÿ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ‘মাহে রমজানের গুরুত্ব ও জাকাতের তাৎপর্য’ শীর্ষক আলেচনা সভা এবং ইফতার মাহফিলে আলোচনায় জামায়াতের নেতৃবৃন্দ বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন মানুষের জীবনে পরিপুর্ণ সংবিধান , ইসলাম পরিপুর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। বছরের সেরা মাস পবিত্র রমজানে এ কুরআন নাজিল হয়ে রমজানের গুরুত্বকে বৃদ্ধি করেছে। গত ১৯ জুলাই শনিবার নাজির হাটে জামায়াত নেতা নিজাম মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম।

চট্টগ্রাম জেলা হাইস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম জেলা হাইস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত ১৮ জুলাই ইউনিয়নের নিজ কার্যালয়ে এক দোয়া ও ইফতার মাহফিল সংগঠনের সহ-সভাপতি আবদুল গফুর মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-হাইস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগ বাকলিয়া শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া শ্রমিক নেতা আবদুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আবু তৈয়ব, পল্টু বড়–য়া, আবদুর রহিম, মো. আবদুস সালাম, শিমূল চৌধুরী, মো. বাবু, মো. মাহবুবুল আলম, মো. সোহেল, মো. কালু, মো. আনোয়ার, মো. সেলিম রেজা, মো. আবছার, আবদুল হালিম (আদু), মো. জসিম উদ্দিন, মো. নাছির, মো. শওকত, মো. নুরুল ইসলাম, মো. বেলাল, মো. আবু তাহের প্রমুখ।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স : ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার নগরীর মিরাবাজারে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সিলেট শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাফর আলীর পরিচালনায় ও আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, ইবনে সিনা হাসপাতালের সিলেটের জিএম আশরাফুল ইসলাম, শুরুতে দারসুল কুরআন পেশ করেন শাবির বাংলা বিভাগের অধ্যাপক ফয়জুল হক।                                 

ভালুকা (মোমেনশাহী) সংবাদদাতা : গত ১৮ জুলাই শুক্রবার ভালুকা পৌরসভাস্থ একটি ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।

বিকালে ভালুকা উপজেলা ছাত্রশিবির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা ইউসুফ আলী, প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোমেনশাহী জেলা (দ.) শাখার সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, অন্যদের মধ্যে আলোচনা পেশ করেন ভালুকা উপজেলা শিবিরের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ভালুকা পৌর জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান, সাবেক ছাত্রনেতা হাফেজ মো. সোয়াইব, মাহফিজুর রহমান মাফিজ, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোমেনশাহী জেলা (দ.) শিবিরের প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, ভালুকা উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।