সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
জুমার নামাজের বিরতি বাতিল করল আসাম বিধানসভা
ভারতের আসাম রাজ্যের বিধানসভার অধিবেশনে জুমার নামাজ পড়ার প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিধানসভায় গত বছরের আগস্টে পাস হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই। তাই আসাম বিধানসভায় জুমার নামাজের দুই ঘণ্টার বিরতির প্রথা তুলে দেওয়া হচ্ছে। ১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সাদউল্লা এ প্রথা চালু করেছিলেন। ২১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন পর্ব থেকেই উঠে যায় জুমার নামাজে দুই ঘণ্টা বিরতির প্রায় ৯০ বছরের পুরনো প্রথা। আসামের অন্যতম বিরোধীদল এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বিজেপি সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ১২৬ আসনের আসাম বিধানসভার প্রায় ৩০ মুসলিম বিধায়ক সমস্যায় পড়বেন। বিধানসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের দেবব্রত শইকিয়া মুসলিম বিধায়কদের জন্য বিধানসভা ভবনের কাছাকাছি নামাজ পড়ার ব্যবস্থা করার দাবি তুলছেন। এবিপি।
মুসলিম গণহত্যার ঘটনায় সাবেক থাই প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হলো ‘তাক বাই গণহত্যা’। দুই দশক আগে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় বহু নিরপরাধ মুসলিম নিহত হয়েছিলেন। দীর্ঘসময় পর এবার সেই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ২০০৪ সালের ২৫ অক্টোবর থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলীয় তাকবাই শহরে এক ভয়ংকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের এ শহরে স্থানীয় মুসলিমরা একটি থানার সামনে বিক্ষোভ করছিলেন। নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়, এতে সাতজন নিহত হন। পরবর্তীতে আটক ৭৮ জনকে হাত-পা বেঁধে সামরিক ট্রাকে গাদাগাদি করে তোলার সময় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এএফপি ও দ্য ডন জানায়, থাকসিন সিনাওয়াত্রা এ গণহত্যার জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ক্ষমাপ্রার্থনার ঘটনা এমন একসময় সামনে এলো, যখন মাত্র চার মাস আগে ওই গণহত্যার ঘটনায় অভিযুক্ত সাত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল, যা ‘ডিপ সাউথ’ নামে পরিচিত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটি বৌদ্ধ-প্রধান থাইল্যান্ডের সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বেশ আলাদা।
থাকসিন সিনাওয়াত্রা জানান, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন স্থানীয় মানুষের প্রতি যত্নশীল ছিলেন। তিনি বলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি, তবে আমি তার জন্য দুঃখিত এবং ক্ষমা চাইতে চাই।’ তার এ বক্তব্যের পর মানবাধিকার সংগঠনগুলো বলছে, ক্ষমা চাওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সরাসরি দুঃখপ্রকাশ করাই উচিত। মানবাধিকার সংগঠন দুয়ে জাই-এর সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হেইমিনা বলেন, ‘তিনি (থাকসিন) যদি সত্যিই অনুতপ্ত হন, তবে শুধু প্রকাশ্যে নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামনা-সামনি গিয়ে ক্ষমা চাওয়া উচিত।’ গণহত্যার পর দীর্ঘদিন ধরে এ অঞ্চলের জনগণ ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এএফপি।
ভারতে ভেঙে ফেলা হলো ১৫০ বছরের পুরনো মসজিদ
ভারতের মিরাট শহরে ১৫০ বছরেরও বেশি পুরনো একটি মসজিদ স্থানীয় জেলা প্রশাসনের নির্দেশে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের দাবি, মসজিদটি ‘দিল্লি-মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস)-এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে’। দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং মিরাট শহরের কেন্দ্রস্থল থেকে ৫-৬ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটির প্যানেল সদস্য জানিয়েছেন, গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার কাঠামোর গেট এবং জানালাগুলো সরিয়ে ফেলা হয়েছে। মিরাট শহরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রিজেশ কুমার সিং বলেন, ‘দিল্লি-মিরাট রাস্তাটি গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) এখতিয়ারভুক্ত এবং জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশন (এনসিআরটিসি) রাস্তার নিচে দিল্লি-মিরাট-গাজিয়াবাদ আরআরটিএস করিডোর নির্মাণ করছে, ঠিক যেখানে মসজিদটি অবস্থিত। তাই উন্নয়ন কাজের পথ পরিষ্কার করার জন্য উভয় বিভাগই মসজিদটি অপসারণের অনুরোধ করেছে।’ সিং আরও বলেন, ‘আমরা ক্ষতিপূরণ নিয়ে মসজিদ কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। তাদের পক্ষ থেকে আমাদের কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি।’
মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ ওয়াসিম খান বলেন, ‘মসজিদটি ১৮৫৭ সালে নির্মিত হয়েছিল…. এনসিআরটিসি কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আলোচনার পর আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে পথটি অন্য দিকে সরিয়ে নেয়া হবে। তবে কয়েকদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে, জেলা প্রশাসন পিডব্লিউডিকে মসজিদটি অপসারণের কাজ এগিয়ে নিতে নির্দেশ দিয়েছে। দুই দিন আগে কর্মকর্তারা আমাদের জানিয়েছিলেন যে, আমাদের হয় ব্রহ্মপুরী পুলিশ সীমানার অধীনে অবস্থিত ধর্মীয় কাঠামোটি নিজেরাই ভেঙে ফেলা উচিত, নয়তো জোরপূর্বক অপসারণের মুখোমুখি হতে হবে। কারণ এটি আরআরটিএস রুটে বাধা সৃষ্টি করছে।’ ওয়াসিম বলেন, তারা এখনো কোনো লিখিত আদেশ পাননি। তিনি আরও বলেন, ‘আমরা কেবল পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই, তা নতুন মসজিদ নির্মাণের জন্য জমির আকারে হোক, আরেকটি নির্মিত মসজিদ অথবা আর্থিক সহায়তার আকারে হোক…।’ টিওআই।
দীর্ঘস্থায়ী শান্তি চায় রাশিয়া
তৃতীয় বছর শেষ করে চতুর্থ বছরে পদার্পণ করেছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। এ উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি সোমবার কিয়েভে এক সম্মেলনে ইউরোপ ও বিশ্বের নেতারা অংশ নিয়েছেন। তবে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করা যায় কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কিকে জনপ্রিয়তাহীন ‘একনায়ক’ বলে আখ্যায়িত করেছেন, যিনি দ্রুত শান্তি চুক্তি করতে ব্যর্থ হলে তার দেশ হারাবেন। অন্যদিকে ইউক্রেনের এই নেতা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ‘ভুল তথ্যের বৃত্তে’ বসবাস করছেন। কথার যুদ্ধের বাইরে গত সপ্তাহে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে মার্কিন কর্মকর্তারা। এই যুদ্ধে নীতি পরিবর্তনের অংশ হিসেবে কিয়েভ ও ইউরোপকে বাদ দেয়া হয়েছে। ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে যে, শান্তি চুক্তি হলে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে তারা সেনা পাঠাবে না। এর বোঝা এখন ইউরোপীয় শক্তিগুলোর ওপর, যারা মার্কিন সমর্থন ছাড়াই লড়াই করতে বাধ্য হবে। জেলেনস্কি ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন এবং ওয়াশিংটনকে বাস্তববাদী হতে বলেছেন। তিনি গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ডজনেরও বেশি ফোনালাপ করেছেন, যাতে সামনের পথ খুঁজে বের করা যায়।
এদিকে ইউক্রেনে মার্কিন সমর্থিত তড়িঘড়ি যুদ্ধবিরতি চায় না রাশিয়া। বরং যুদ্ধের মূল কারণগুলো চিহ্নিত করে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তিতে আগ্রহী তারা। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ। তিনি বলেছেন, দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার জন্য তড়িঘড়ি করছে যুক্তরাষ্ট্র। তবে আমরা ইউক্রেনের সঙ্গে এমন শান্তি চুক্তি চাই, যা সময়ের পরীক্ষায় উৎরে যাবে।
তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী সমাধানের মঞ্চ তৈরি না করে যুদ্ধবিরতিতে গেলে কিছুদিন পর আবারও সংঘর্ষ শুরু হবে। আর সেটার ভয়াবহতার মাত্রা আরও তীব্র হতে পারে। এমনকি রুশ-মার্কিন সম্পর্কেও টানাপড়েন শুরু হতে পারে। রিয়াবকোভ বলেছেন, আমাদের দীর্ঘস্থায়ী একটি সমাধান দরকার। এজন্য ইউক্রেন ইস্যুতে সংঘাতের গোড়ার কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রয়টার্স।
জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়
জার্মানির ভোটে চ্যান্সেলারের আসনে বসতে চলেছেন কনজারভেটিভদের ফ্রেডরিক মের্জ। গত ২৩ ফেব্রুয়ারি রোববারের ভোটে জার্মানি কার্যত পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। ক্ষমতা হারাচ্ছেন ওলাফ শোলজ। জার্মানিতে মধ্য ডানপন্থি দল হিসেবে পরিচিতি রয়েছে ‘ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের’। এ দলের সেনাপতিই হলেন মের্জ। আর ভোটে কার্যত বাজিমাত করে দেখিয়েছে তার দল।
এদিকে জার্মানির ভোটে অন্যতম চমকপ্রদ বিষয় হিসেবে উঠে এসেছে নির্বাচনে দ্বিতীয় স্থানাধিকারী কট্টর ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ বা ‘এএফডি’। ভোটে কট্টর ডানপন্থি এ দলের ঐতিহাসিক জয় নিঃসন্দেহে জার্মানির রাজনীতিতে নয়া সমীকরণের মাইলস্টোন তৈরি করছে বলে মত অনেকের। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে জার্মানিতে ভোটের ইস্যু হিসেবে অভিবাসন একটি বড় জায়গা দখল করে ছিল। সেই জায়গা থেকে উদ্বাস্তু ইস্যু একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে জার্মানির ভোটে। ‘ফার্স্ট পোস্ট’র তথ্য বলছে, রোববারের ভোটে জার্মানিতে প্রায় ৫ লাখ ভোটারই হলেন অভিবাসী। তথ্য বলছে, ২০১৫-১৬ সালের মধ্যেই শুধু জার্মানিতে এসেছেন ১ মিলিয়ন অভিবাসী। সবচেয়ে বেশি অভিবাসী সেখানে রয়েছেন সিরিয়া থেকে। এরপরই রয়েছেন আফগানিস্তান ও ইরাক থেকে আসা অভিবাসীরা। এছাড়া এবারের ভোটে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিও ছিল একটি ইস্যু। এছাড়া সাধারণ মানুষের কাছে সেদেশে বাড়ি ভাড়ার খরচের অঙ্কও বেশ ভাবনার বিষয় হয়ে উঠেছে। সেই দিক থেকে এ জার্মানির অর্থনীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায় ভোটে।
জার্মানির বুকে উদ্বাস্তু বিরোধীদল হিসেবে পরিচিতি রয়েছে এডিএফ বা অতি ডানপন্থি ‘অলটারনেটিভ ফর জার্মানি’ পার্টির। তারা প্রায় ২০ শতাংশ আসন দখলে রেখে ১৫১টি সিটে এগিয়ে। কনজারভেটিভদের দল মার্তজের সিডিইউ/সিএসইউ ২৮.৫ শতাংশ আসন দখলে রেখে ২০৮ আসনে দাপট দেখিয়েছে জার্মানিতে। কার্যত এ দলের জয় নিশ্চিত হয়ে গেছে। ফলে জার্মানির চ্যান্সেলরের মসনদে এবার শোলজের জায়গায় আসছেন মের্জ। পরাজয় স্বীকার করে নিয়েছেন ‘সেন্টার লেফ্ট সোশ্যাল ডেমোক্র্যাটস’ পার্টির ওলাফ শোলজ। জার্মানির ভোটে বামেদের পরাজয় সেদেশের রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক। আল-জাজিরা।
৩২ ভারতীয় মৎস্যজীবী আটক
মন্নারের উত্তরে সমুদ্র এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি রোববার ভোররাতে একটি বিশেষ অভিযানে শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে এবং তাদের ৫টি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এ মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী নিয়মিতভাবে বিদেশি নৌকাগুলোর অনুপ্রবেশ রোধে টহল চালায়, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে নেতিবাচক প্রভাব ফেলে। আটক হওয়া মৎস্যজীবীদের তালাইমান্নার পিয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের মান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে আইনি পদক্ষেপের জন্য।
চলতি বছরে এখন পর্যন্ত শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে ১৩১ ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে এবং ১৮টি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত হয়েছে। সম্প্রতি, জানুয়ারিতে ডেলফট দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিবর্ষণে পাঁচ ভারতীয় মৎসজীবী আহত হন। ভারতের তরফে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল, ‘যেকোনো পরিস্থিতিতেই বল প্রয়োগ গ্রহণযোগ্য নয়।’ শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে মৎস্যজীবী বিষয়টি বরাবরই বিতর্কিত এবং এই অঞ্চলে অনুপ্রবেশ ও জেলেদের আটকের ঘটনা প্রায়ই ঘটে। ডন।
পশ্চিমতীরে ট্যাংক পাঠাল ইসরাইল
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকৃত পশ্চিমতীরে ট্যাংক পাঠিয়েছে ইসরাইল। এতে পশ্চিমতীরে অস্থিরতা বাড়বে আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কতৃপক্ষ। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর সাথে পরামর্শ করে তিনি সেনাবাহিনীকে জোরালো পদক্ষেপ নেয়ার আদেশ দিয়েছেন। পশ্চিমতীরের শরণার্থীশিবিরে সন্ত্রাসবাদ দমনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এছাড়া তিনি জানান, ‘অঞ্চলটিতে ইসরাইলের সেনারা এক বছর অবস্থান করবেন। এ সময় কোনো ফিলিস্তিনিকে প্রবেশ করতে দেয়া হবে না।’
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুদিন পর থেকে পশ্চিমতীরে অভিযানের তীব্রতা বৃদ্ধি করেছে ইসরাইল। অভিযানে এ পর্যন্ত ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে আট মাসের গর্ভবতী এক নারীর মৃত্যু বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।’
পশ্চিমতীরে নিজেদের আধিপত্য দীর্ঘস্থায়ী করতে এসব অভিযান চালানো হচ্ছে বলে মনে করছেন ফিলিস্তিনিরা। অঞ্চলটিতে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি সামরিক শাসনের অধীনে বাস করেন। এ অভিযানে গাজা উপত্যকার মতো পরিস্থিতি হতে পারে আশঙ্কা করছেন পশ্চিমতীরের ফিলিস্তিনি বাসিন্দারা। এর আগে পশ্চিমতীরের কিছু শরণার্থীশিবির এলাকায় সেনাবাহিনীকে দীর্ঘদিন অবস্থানের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। ওই এলাকাগুলো থেকে প্রায় ৪০ হাজার মানুষ প্রাণভয়ে পালিয়ে গেছেন। কয়েক দশক আগে ইসরাইলের সাথে যুদ্ধের পর পালিয়ে আসা ফিলিস্তিনিরা এ শিবিরগুলোয় বাস করতেন। চলমান অভিযান কবে শেষ হবে, কবে নাগাদ তাদের ফিরতে দেয়া হবে; সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানায়নি ইসরাইল প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ‘সেনাবাহিনী চলতি বছর পুরোটাই অবস্থান করতে পারে।’ নেতানিয়াহু বলেছেন, ‘যতদিন প্রয়োজন, সেনাবাহিনী ততদিন অবস্থান করবে।’ এএফপি।
রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা আরব আমিরাতের
আসন্ন রমজান মাসে সরকারি কর্মচারীদের জন্য নতুন কর্মঘণ্টা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষের অফিসিয়াল কর্মঘণ্টা সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। এফএএইচআর জোর দিয়ে বলেছে যে, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা ও নিয়ম অনুযায়ী ফ্লেক্সিবল কর্মঘণ্টা বা রিমোট ওয়ার্কিং নীতি বাস্তবায়ন করতে পারে। পবিত্র রমজান মাস উপলক্ষে এফএএইচআর সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, নাগরিক ও বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে। গালফ নিউজ।
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেন
একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত ১৯ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে গত ২২ ফেব্রুয়ারি শনিবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ খবর দিয়েছে। পেন্টাগনের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধবিমানটিতে হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়। একই দিন একটি অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন লক্ষ করেও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন। গাজা যুদ্ধের দীর্ঘ ১৫ মাসে এ ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এসব খবরের ব্যাপারে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা শুরু করার পর ইয়েমেনের সেনাবাহিনী বিগত ১৫ মাসে ইসরাইল ও আমেরিকার স্বার্থে শত শত হামলা চালায়। গত মাসের গোড়ার দিকে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় ইয়েমেন। এর ফলে রণতরীটি লোহিত সাগরের উত্তর অংশে চলে যেতে বাধ্য হয়। পার্সটুডে।
তুরস্কের রাজনীতিতে সাবেক ফুটবল তারকা ওজিল
ফুটবল মাঠ থেকে বিদায় নেয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের হাত ধরে রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছেন জার্মান বংশোদ্ভূত ২০১৪ বিশ্বকাপ জয়ী ফুটবলার মেজুত ওজিল। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন ওজিল। জার্মান জাতীয় দল এবং ইউরোপীয় প্রসিদ্ধ ক্লাব রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মেসুত ওজিল ২০২৩ সালে ফুটবল অঙ্গন থেকে অবসর নেন। ওজিল রোববার আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন। এ কাউন্সিলেই ২০০২ সাল থেকে তুরস্ক শাসনকারী রক্ষণশীল দল একেপির প্রধান হিসেবে নবমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন এরদোগান।
তুরস্কের ইস্তাম্বুলে ওজিল তার ক্লাব ক্যারিয়ার শেষ করেন। তিনি দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন। ২০১৯ সালে তিনি সাবেক ‘মিস তুরস্ক’ আমিন গুলসকে বিয়ে করেন। এরদোগান তার ‘বেস্ট ম্যান’ বা ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এ বিয়েতে উপস্থিত ছিলেন। জার্মানির সাবেক ফুটবল তারকা তুর্কি বংশোদ্ভূত ইলকে গুয়েন্দোগানের সাথে ওজিল ও এরদোগানের একটি ছবি বিতর্কের জন্ম দেয়। সে সময় বার্লিন এরদোগানকে দমনমূলক মনোভাবের জন্য অভিযুক্ত করে। অপরদিকে জার্মান কট্টর ডানপন্থীরা ওজিলের সমালোচনা করে। ওজিলকে আগে জার্মানির বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হতো। কিন্তু জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে তিনি জার্মান জাতীয় দল থেকে সরে আসেন। এএফপি।
পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, যদি তার পদত্যাগের ফলে দেশে শান্তি ফিরে আসে তবে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি পদত্যাগ করতে ইচ্ছুক কি না। উত্তরে ক্ষুব্ধ হয়ে জেলেনস্কি বলেন, ‘যদি এর অর্থ ইউক্রেনের জন্য শান্তি বয়ে আনতে এবং যদি সত্যিই আমাকে আমার পদ ছেড়ে দিতে হয়, তাহলে আমি তা করতে প্রস্তুত।’ ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার চতুর্থ বছরের শুরুতে জেলেনস্কি এবং দেশের জন্য কিয়েভ কর্তৃপক্ষ এবং তাদের মিত্রদের ভবিষ্যদ্বাণীর বিপরীতে সবকিছু চলছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর তাদের বৃহত্তম সামরিক সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিয়েভের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। রয়টার্স।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন
ইউক্রেনীয় ড্রোনের রাতভর হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগার আগুনে পুড়েছে বলে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা। এদিকে কিয়েভ জানিয়েছে, রাশিয়ার বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় তারা দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। রাশিয়া তিন বছরের সংঘাতে বিভিন্ন সময়ে ইউক্রেনের জ্বালানি গ্রিড বিকল করে দিয়েছে এবং লাখ লাখ মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে বলেন, ড্রোনগুলো ভূপাতিত করার পর ‘ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে একটি স্থাপনায় আগুন লেগেছে।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলে ছিল। আরব নিউজ।
আবারও একে পার্টির চেয়ারম্যান এরদোগান
আবারও একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আঙ্কারায় পার্টির ৮ম সাধারণ সম্মেলনে অনুষ্ঠিত ভোটে আবারও দলের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সম্মেলনে প্রদত্ত মোট ১৫৪৭টি ভোটের সবগুলো পেয়েই তিনি পুনরায় দলের নেতৃত্বে আসেন। তুরস্কের রাজধানী আঙ্কারার স্পোর্টস হলে আয়োজিত একে পার্টির ৮ম সাধারণ সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নির্বাচন বোর্ডের প্রধান আবদুল্লাহ গুলেল জানান, সম্মেলনে মোট ১৬০৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৫৪৭ জন ভোট দেন এবং সবগুলো ভোটই বৈধ বলে গণ্য হয়। একই ভোটে দলের গুরুত্বপূর্ণ চারটি বোর্ড- কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি, গণতন্ত্র বিচার কমিটি এবং রাজনৈতিক নৈতিকতা ও নীতিমালা কমিটির সদস্যরাও নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরদোগান বলেন, আমাকে আবারও দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত সফলভাবে আমাদের ৮ম সাধারণ সম্মেলন সম্পন্ন করেছি। দলের বিভিন্ন বোর্ডের নির্বাচিত সকল সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দল এবং রাষ্ট্র পরিচালনায় নতুন উদ্যম নিয়ে আজ থেকে আমরা কাজ শুরু করব। তিনি আরও বলেন, জনগণের সেবার কাজ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এ সম্মেলনের মাধ্যমে আমাদের শক্তি নতুনভাবে বেড়েছে, দলীয় ঐক্য আরও সুসংহত হয়েছে। আজ থেকে নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা দলের কাজ, রাষ্ট্র পরিচালনা এবং জনগণের সেবা অব্যাহত রাখব। মাওলানা রুমির দর্শন অনুসারে, আমরা কখনো থামব না, স্থিরও হব না। আমাদের অগ্রযাত্রা সবসময় অব্যাহত থাকবে। আনাদলু এজেন্সি।
সিরিয়ায় শুরু হচ্ছে জাতীয় সংলাপ
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী জাতীয় সংলাপ শুরু করতে যাচ্ছে। সম্মেলন আয়োজন কমিটির দুই কর্মকর্তা বলেছেন, গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দেশটির জন্য নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণে এ সংলাপের আয়োজন করা হবে। কমিটির পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সিরিয়াজুড়ে চার হাজারের বেশি মানুষের সঙ্গে আলোচনা করেছেন প্রস্তুতি কমিটির সাত সদস্য। নতুন সংবিধান ঘোষণা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে ওই পদক্ষেপ নেওয়া হয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই নৃতাত্ত্বিক বৈচিত্র্যসম্পন্ন ও বহু ধর্মভিত্তিক দেশ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অবকাঠামো প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে নতুন শাসকগোষ্ঠী। এর মাধ্যমে দেশটির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আশা করছে তারা। এজন্যই তাদের এ সম্মেলনের ওপর কড়া নজর থাকবে পশ্চিমা দেশগুলোর। কমিটির সদস্য হাসান দুঘেইম বলেছেন, সংলাপের জন্য দুদিন সময় নির্ধারণ করা হলেও, প্রয়োজনে এর সময় বর্ধিত করা হতে পারে। এছাড়া কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী মাসে নতুন সরকার গঠিত হতে পারে। আসাদ পরিবারের অর্ধশতাব্দীর বেশি শাসন অবসানের অন্যতম গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে। আল কায়েদার সাবেক সহযোগী এ গোষ্ঠী শুরু থেকেই জাতীয় সম্মেলন আয়োজনের ওপর জোর দিয়ে আসছে। রয়টার্স।
ভারতে ইউএসটিএম চ্যান্সেলর মাহবুবুল হক গ্রেফতার
ভারতের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেঘালয়ের (ইউএসটিএম) চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এখনো স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের মতে, তিনি মুসলিম হওয়ায় এবং সংখ্যালঘু পরিচালিত একটি সফল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কারণে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করছে। গত ২২ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভারতের আসাম রাজ্যের গোহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেদন অনুসারে, আসামের পনবাজার থানা ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে মাহবুবুল হককে গ্রেফতার করেছে। এই গ্রেফতার এমন সময় এলো, যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাগাতার ভিত্তিহীন অভিযোগ তুলছেন। গত বছর তিনি ইউএসটিএমের বিরুদ্ধে “ফ্লাড জিহাদ” চালানোর অভিযোগ তোলেন, যেখানে তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গোহাটিতে বন্যার জন্য দায়ী। এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেন যে, ইউএসটিএম ভুয়া ডিগ্রি বিতরণ করছে এবং মাহবুবুল হক অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট নিয়েছেন। তবে বাস্তবে এ অভিযোগগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং ইউএসটিএম কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মেঘালয় সরকার ও ইউএসটিএম প্রশাসন এ অভিযোগকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে। মেঘালয়ের প্রধান সচিব ডোনাল্ড পি ওয়াহলাং বলেছেন, “ইউএসটিএম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত এবং এটি মেঘালয় প্রাইভেট ইউনিভার্সিটি রেগুলেটরি বোর্ড (এমপিইউআরবি)-এর বিধি অনুযায়ী পরিচালিত। ভুয়া ডিগ্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” ইউএসটিএমের জনসংযোগ কর্মকর্তা বলেন, “বিশ্ববিদ্যালয়টি ২০১১ সাল থেকে উচ্চশিক্ষা, গবেষণা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ শুধু বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে না, বরং ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার শীর্ষ সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে।” বিশ্লেষকরা বলছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসন মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধারাবাহিক বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুসলিম পরিচালিত মাদরাসাগুলো বন্ধ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাম্প্রদায়িক অভিযোগ তুলেছে, যার মধ্যে ইউএসটিএমও অন্যতম। “ফ্লাড জিহাদ” ও “ভুয়া ডিগ্রি বিতরণ” সংক্রান্ত অভিযোগ মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি প্রচেষ্টা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া কিছু সূত্র জানিয়েছে যে, আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রী একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছেন। তাই অনেকে মনে করছেন, ইউএসটিএমকে টার্গেট করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর পরিবারের শিক্ষাব্যবসা সহজ হয়। অভিযোগের বিপরীতে ইউএসটিএমের উল্লেখযোগ্য শিক্ষাগত অর্জন রয়েছে। মুসলিম মিরর।
ওষুধের ছদ্মবেশে আফ্রিকায় মাদক সরবরাহ করছে ভারত!
সম্প্রতি আফ্রিকার ওপিওয়েড সংকট নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ হয়েছে সংবাদমাধ্যম বিবিসি তদন্তে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইসেন্স ছাড়া ও উচ্চ আসক্তিকর ওপিওয়েড তৈরি করে পশ্চিম আফ্রিকার দেশগুলোয় অবৈধভাবে রপ্তানি করছে। এতে ঘানা, নাইজেরিয়া ও আইভোরি কোস্টসহ কয়েকটি দেশে মারাত্মক জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। মুম্বাইভিত্তিক ওই সংস্থার ওষুধের কারণে লক্ষ লক্ষ তরুণ আসক্ত হয়ে পড়ছে এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে।
ওপিওয়েড হলো এক ধরনের ব্যথানাশক ওষুধ, যা চিকিৎসায় ব্যবহারের পাশাপাশি নেশার দ্রব্য হিসেবেও ব্যবহৃত হয়। ইউরোপে নিষিদ্ধ টাপেন্টাডল এবং ক্যারিসোপ্রোডল নামের দুটি বিপজ্জনক উপাদান মিশিয়ে ভারতীয় কোম্পানি অ্যাভিও ফার্মাসিউটিক্যালস নতুন ধরনের বড়ি তৈরি করছে। এসব বড়ি মূলত নাইজেরিয়া, ঘানা ও আইভোরি কোস্টের মতো দেশে অবৈধভাবে পাঠানো হচ্ছে, যেখানে প্রেসক্রিপশন ছাড়াই এগুলো পাওয়া যায় এবং সস্তায় বিক্রি হয়। ২০১৮ সালে ট্রামাডল নামের ওপিওয়েডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পর, ভারতীয় কোম্পানিগুলো নতুন বিকল্প হিসেবে আরও বিপজ্জনক সংমিশ্রণের ওষুধ রপ্তানি শুরু করে।
বিবিসির তদন্ত অনুযায়ী, অ্যাভিও ফার্মাসিউটিক্যালস তাদের উৎপাদিত ওষুধ বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারজাত করছে, যা দেখতে বৈধ ওষুধের মতো মনে হয়। এসব বড়ি অতিমাত্রায় সেবনের ফলে শ্বাসকষ্ট, খিঁচুনি এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে। নাইজেরিয়ায় এমন অনেক কিশোর-কিশোরী রয়েছে যারা ওপিওয়েড বড়িগুলো এনার্জি ড্রিংকের সাথে মিশিয়ে নেশা করছে। নাইজেরিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশটিতে প্রায় ৪০ লাখ মানুষ ওপিওয়েডের অপব্যবহার করে। এর ফলে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।
বিবিসির একজন আন্ডারকভার রিপোর্টার নিজেকে আফ্রিকার ব্যবসায়ী পরিচয় দিয়ে অ্যাভিওর কারখানায় যান। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, কোম্পানির অন্যতম পরিচালক বিনোদ শর্মা প্রকাশ্যে বিপজ্জনক এসব ওষুধ সরবরাহের প্রস্তাব দেন এবং বলেন, এই বড়িগুলো তরুণদের ‘রিল্যাক্সড’ অনুভব করাবে এবং তারা এতে আসক্ত হয়ে পড়বে। তিনি স্বীকার করেন যে, এসব বড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এটাকে তিনি শুধুমাত্র ব্যবসা হিসেবে দেখছেন।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও বলছে, তারা ওষুধ রপ্তানির বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে এ কোম্পানিগুলো এখনো অবৈধ ওষুধ তৈরি এবং রপ্তানি করছে, যা ভারতীয় আইনও লঙ্ঘন করছে। আমদানিকারক দেশগুলোর দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার সুযোগ নিচ্ছে এসব সংস্থা। বিবিসি বাংলা।
রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ সৌদি আরবে
পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হবে। আরব নিউজ।
কৃষ্ণাঙ্গদের শিক্ষাবৃত্তি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন
কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ-বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু করা একটি শিক্ষাবৃত্তি স্থগিত করেছে মার্কিন প্রশাসন। সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য এই হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ (এইচবিসিইউএস) প্রতিষ্ঠিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রতিবেদনে জানা যায়, ১৮৯০ স্কলারস প্রোগ্রাম নামে একটি শিক্ষাবৃত্তি স্থগিত করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ শিক্ষাবৃত্তি নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য খরচ বহন করত। এ কর্মসূচির আওতায় কৃষি, খাদ্য বা প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানের শিক্ষার্থীরা ১৮৯০ ল্যান্ড-গ্রান্ট ইনস্টিটিউশন নামে পরিচিত ১৯টি বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তি হওয়ার সুযোগ পেত। কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলেছে, ‘১৮৯০ স্কলারস প্রোগ্রাম পর্যালোচনার জন্য স্থগিত করা হয়েছে।’ এ স্থগিতাদেশের ফলে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছেÑ আলাবামা এঅ্যান্ডএম, ফ্লোরিডা এঅ্যান্ডএম, নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি ও আলাবামার টাসকেগি ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ঠিক কবে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। তবে গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিছু কংগ্রেস সদস্য এ স্থগিতাদেশের সমালোচনা করে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের চালু করা তহবিল স্থগিতাদেশের সঙ্গে এ স্থগিতাদেশের সামঞ্জস্য রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এ বিরতি প্রয়োজনীয় ছিল। এখন খতিয়ে দেখা হবে, এ শিক্ষাবৃত্তিতে যে ব্যয় হচ্ছে, সেগুলো জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) সংক্রান্ত নীতিমালাসহ ট্রাম্পের ঘোষিত আরও নির্বাহী আদেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। গত ২২ ফেব্রুয়ারি শনিবার কৃষি বিভাগের একজন মুখপাত্র এপিকে এক ইমেইলে জানান, ‘ম্যাট্রিকুলেশন তারিখ যাই হোক না কেন, ৩ শর বেশি শিক্ষার্থীকে তাদের পড়াশোনা সম্পন্ন করতে এবং কৃষি বিভাগে তাদের কাজ শেষ করার অনুমতি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, সচিব ব্রুক রলিন্স এ বৃত্তির কর্মসূচি, লক্ষ্য এবং এর কার্যকারিতা পর্যালোচনা করবেন। দেখা হবে এ বৃত্তির মাধ্যমে করদাতাদের অর্থ সঠিক ও কার্যকরভাবে ব্যবহার করা হয় কি না। শিক্ষাবৃত্তি স্থগিতের এ আদেশ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে এরই মধ্যে অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছে আদালত। ২০২৪ অর্থবছরে, ৯৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছিল। এপি।
১৮ বছর পর তুরস্কের তৈরি কার্পেটে সাজছে সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ
সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে নতুন কার্পেট বিছানো হয়েছে। তুরস্কের গাজিয়ানতেপের দক্ষ কারিগররা অত্যন্ত যত্নসহকারে এ কার্পেটগুলো তৈরি করেছেন, যাতে মসজিদের মূল স্থাপত্য ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। গত ৮ ডিসেম্বর রক্তপিপাসু বাসার আল আসাদের পতনের পর মসজিদের সংস্কার ও পুনর্গঠনের কাজ শুরু হয়। এ সংস্কারের অংশ হিসেবে গাজিয়ানতেপের কারিগররা ঐতিহ্যবাহী মোটিফ ও প্রাকৃতিক রঙের সংমিশ্রণে নতুন কার্পেট তৈরি করেন, যা পরবর্তীতে দামেস্কে পাঠানো হয়।
উমাইয়া মসজিদের ৪৩ বছরের অভিজ্ঞ মুয়াজ্জিন মুহাম্মাদ বিলুন মসজিদের সংস্কার ও কার্পেট পরিবর্তন সম্পর্কে বলেন, ‘২০০৬ সালে সর্বশেষ কার্পেট পরিবর্তন করা হয়েছিল, যা দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার শুধু মসজিদের সংস্কারই হয়নি, বরং নতুন কার্পেটও বিছানো হয়েছে। এটি ১৮ বছর পর প্রথমবার কার্পেট পরিবর্তন।’ তিনি আরও বলেন, ‘এই কার্পেটগুলোর রং সুন্দর, নকশা দৃষ্টিনন্দন এবং ব্যবহারে আরামদায়ক। আল্লাহ যাদের শ্রম এতে যুক্ত আছে, তাদের উত্তম প্রতিদান দিন।’
মসজিদে স্বেচ্ছাসেবী হিসেবে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ৩১ বছর বয়সী আবিলা ফাত্তা এ পরিবর্তন সম্পর্কে বলেন, ‘আমি এই প্রথম মসজিদে কার্পেট পরিবর্তনের সাক্ষী হলাম। আগের শাসক মসজিদের প্রতি উদাসীন ছিল এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ করত না। এবারের রমজান অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।’ দামেস্কের স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আল-বাকাই বলেন, ‘উমাইয়া মসজিদ দামেস্কের ঐতিহ্য ও সভ্যতার প্রতীক। সংস্কার কাজ শেষ হওয়ার পর এবারের রমজান আরও আনন্দঘনভাবে পালিত হবে।’
উমাইয়া মসজিদ ৭১৫ সালে উমাইয়া খলিফা ওয়ালিদ কর্তৃক নির্মিত হয় এবং এটি ইসলামী বিশ্বের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মসজিদ। এ মসজিদ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ইতিহাসের বিভিন্ন সময়ে সংস্কারের মধ্য দিয়ে গেছে। আনাদলু এজেন্সি।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান