এটিএম আজহারুলের আপিল শুনানি ২২ এপ্রিল
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৪
স্টাফ রিপোর্টার : পতিত স্বৈরাচার হাসিনার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ-সংক্রান্ত বিষয়ে আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের শুনানিতে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ-সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
উল্লেখ্য, পতিত স্বৈরাচার শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আন্তর্জাতিক মানদণ্ডহীন এ ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের হাসিনা সরকারের হাতিয়ার বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা। তারা মনে করেন, হাসিনা তার স্বৈরশাসন টিকিয়ে রাখতে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে খুন, গুম, আয়নাঘর, বিচারবর্হির্ভূত হত্যা, জেল-জুলুমসহ যত অবৈধ অপকর্ম করেছে, কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল তার অন্যতম। তার এ ট্রাইব্যুনাল ব্যবহৃত হয় রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলে জুডিশিয়াল কিলিংয়ের হাতিয়ার হিসেবে। এর মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীর, নির্বাহী পরিষদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অনেক প্রবীণ দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে ভিত্তিহীন যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করেছে। হাসিনার এ অপকর্মকে আন্তর্জাতিক বিশ্লেষকরা Give a dog a bad name and hang him প্রতিপক্ষ দমনের রাজনৈতিক কূটচালের সাথে তুলনা করেছেন।
গত মঙ্গল ও বুধবার জামায়াত নেতা আজহারের শুনানি করছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। আইনজীবী প্যানেলে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, এডভোকেট মতিউর রহমান আকন্দ, এভোকেট জসিম উদ্দিন সরকার, এডভোকেট মোহাম্মদ শিশির মনির, এডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিন ঠিক করেন আপিল বিভাগ। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিভিউ শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।