সরকারের সকল পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াতে ইসলামী : ডা. তাহের
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯
সোনার বাংলা ডেস্ক : সরকারের সকল পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সংলাপে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। অন্যদের মধ্যে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম। সংলাপ থেকে বের হয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রিফর্ম কমিশনের যারা সদস্য ছিলেন, তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে ও অংশীজনের সাথে ভালোভাবে আলোচনা করবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। সবাই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী স্বাগত জানাবে। আমরা এ-ও বলেছি, এ সংস্কার কমিশন যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পর যথা শিগগরিই সম্ভবÑ যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে মূলত এটাই ছিল আমাদের আলোচনা। আর ডিটেলসটা আমাদের বই দেবেন। তারপর তা ডিসকাশন করে তার সাথে আলাদা বৈঠক হবে। সেখানে আমাদের মূল সিদ্ধান্ত জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়।
ঐকমত্য কমিশনের সংলাপে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এতে অংশ নিয়েছে দুই ডজনের বেশি রাজনৈতিক দল। সংলাপে অংশ নেওয়া দলগুলো হলোÑ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাসদ, গণঅধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব পার্থ), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আম জনতার দল, ন্যাপ ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্যবিরোধী আন্দোলন।