সংগঠন সংবাদ


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯

পতেঙ্গা থানা জামায়াতের ওরিয়েন্টেশন
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, নিজ নিজ জায়গা থেকে মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। গত ৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও সভাপতিত্ব করেন থানা আমীর অধ্যক্ষ মো. সেলিম।

বরিশাল পলিটেকনিকে ছাত্রশিবিরের নবীনবরণ
বায়জীদ বোস্তামী, বরিশাল : বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের তরুণ ও যুবসমাজকে নৈতিকতাবিবর্জিত, মাদকাসক্ত, সন্ত্রাসী জাতিতে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, বিগত কোনো সরকারের আমলেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্য পর্যাপ্ত বাজেট রাখা হয়নি। তিনি নৈতিকতাসমৃদ্ধ আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ও শিক্ষার যথাযথ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মো. রায়হানের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের সাবেক নির্বাচিত এজিএস ও সাবেক বরিশাল মহানগর সভাপতি শেখ নেয়ামুল করিম, সাবেক বরিশাল মহানগর সভাপতি সগীর বিন সাঈদ, বরিশাল মহানগরের সাবেক শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ফারুক, বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল পলিটেকনিকের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের হোসেন জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবী, ইসলামী ছাত্র আন্দোলন পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ও পলিটেকনিক ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বরিশাল বিএম কলেজে ছাত্রশিবিরের কুরআন বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রজমোহন (বিএম) কলেজ শাখা আয়োজন করেছে কুরআন বিতরণ কর্মসূচি। এ আয়োজনে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করার উদ্দেশ্যে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্র গ্রন্থ নিয়ে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। কুরআন এসেছে আঁধারে আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য। শিক্ষার্থীদের অর্থসহ কুরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহর বাণী উপলব্ধি করতে হবে, তবেই আলোকিত জীবনে ধাবিত হওয়া সম্ভব।’ আয়োজনের অন্যতম মেহমান ছাত্রশিবির বরিশাল মহানগরীর সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্মের সঙ্গে কুরআনের সম্পর্ক গভীর হওয়া জরুরি। কুরআনের আলোয় আলোকিত তরুণরা বাংলাদেশকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল দেশে পরিণত করতে পারে।’
পাশাপাশি ব্রজমোহন কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি সাহেদ খান বলেন, ‘আলোকিত ছাত্রসমাজ বিনির্মাণে ছাত্রশিবির দেশের প্রতিটি প্রান্তে কাজ করছে। বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি, তারা কুরআন অধ্যয়নের মাধ্যমে জীবনের সঠিক পথ খুঁজে পাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মৃত্তিকা বিজ্ঞানের চেয়ারম্যান মাহমুদুল হাসান শাহীন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, বিএম কলেজের সাবেক সভাপতি মহব্বতুল্লাহ মাহেদ, বরিশাল মহানগরীর প্রচার ও দাওয়াহ সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন বিএম কলেজ শাখার সেক্রেটারি নাহিদ হাসানসহ শিবিরের নেতৃবৃন্দ।