বিহারী ক্যাম্পবাসী
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫
মহামান্য হাইকোর্ট মিরপুর ১১-এর মিল্লাত ক্যাম্পের উচ্ছেদ বন্ধ ঘোষণা করেছেন এবং সারা দেশের উর্দুভাষী বিহারীদের কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে সরকারকে গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রুল ইস্যু করেছেন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ হাইকোর্টে ২ দিন যাবত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীগণের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুস সাত্তার। সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান। রিট মামলায় মন্ত্রিপরিষদ সচিবসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
হাইকোর্টের আদেশের কারণে মিরপুরের মিল্লাত ক্যাম্পের ১৫ হাজার উর্দুভাষী বিহারী বাসিন্দা উচ্ছেদ হতে রক্ষা পেলেন।
বাংলাদেশি বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) হাইকোর্টের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে সরকারকে অবিলম্বে ভাগ্য বিড়ম্বিত বিহারীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি ।