শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন : ইসলামের সুমহান আদর্শ ব্যতীত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না : মতিউর রহমান আকন্দ


১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০০

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্প্রতি ওয়ালিউল্লাহ মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আলমগীর হোসাইন, ময়মনসিংহ মহানগরী আমীর কামরুল আহসান ইমরুল, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, আব্দুস সালাম প্রমুখ।
মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ ব্যতীত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। শ্রমিকদের অধিকার নিয়ে সমাজতন্ত্র চটকদার স্লোগান দিলেও এ মতবাদ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) যে শ্রমনীতি ঘোষণা করেছেন, তা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নিশ্চয়তা প্রদান করে। বাংলাদেশের বিগত ৫৩ বছরেও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের শ্রমের বিনিময়ে যে মজুরি দেয়া হয়, তা মোটেও ইনসাফপূর্ণ নয়। শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠানসমূহে শ্রমিকরা দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না। তাদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনে শ্রমিকদের শরিক করে শ্রম আন্দোলন জোরদার করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।