অসুখ
২৭ ডিসেম্বর ২০২৪ ০০:০০
সাড়ে তিন হাত হাড় কবরের ভুঁই
ফুল পাখি নদী নীড় দেবো না কিছুই
দেবো না যবের ছড়া
ফসলের শতকরা
সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই
নাও নদী ঢেউ জল দেবো না কিছুই।
গজনী কাবুল হিরা খাইবার পাস্
দেবো না পাহাড়ি গান লু-বহা বাতাস
যে ভাষায় কথা কই
ধার দিতে রাজি নই
চাঁদের সুষমা আর ফুলের সুবাস
দেবো না গানের সুর সেতারা-আকাশ।
দেবো না পালিয়ে যেতে কোনো হানাদার
রক্তের লোভে যারা আসে বার বার
বারুদের উপহার
যত চাই দেবো, আর
উজাড় দু’হাত ভরে শোধ দেবো ঋণ
দেবো না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন।
খুন আর খুনিদের কালো ইতিহাস
দেবো না দীর্ঘ হতে মায়ের নিশ্বাস
গৃহ গ্রাম নদী জল
উৎসব কোলাহল
আশিশু লালিত ভূমি চকোরীর গান
দেবো না উদাস হাওয়া প্রেমের উঠান।
দেবো না বাপের ভিটে হ্রদ টলোমল
পাহাড়ের চূড়া আর ঝর্ণার জল
যতদিন অধিকার
ফিরে পাবে নদী তার
দেবো না কিছুই এর খোদার কসম
ততদিন অসুখের নেই উপশম।…
(১৯৮২ সালে আফগানিস্তানে রুশ আগ্রাসনের প্রতিবাদে কবি বুলবুল সওয়ারের লেখা কবিতাটি পৃথিবীর দেশে দেশে আগ্রাসনের বিরুদ্ধে আজও প্রাসঙ্গিক)।