সংবাদ শিরোনামঃ

আন্তর্জাতিক চাপে সরকার ** গুমের সঙ্গে এই সরকার জড়িত ** যেমন কর্ম তেমন ফল ** শ্রমজীবী মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে ** উৎপাদন খরচ কমলেও বাড়লো বিদ্যুতের দাম ** গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক : বিএনপি ** প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ, উত্তাল মালয়েশিয়া ** দেশ আতঙ্কিত অথচ সরকার বলছে শান্তিপূর্ণ ** রাষ্ট্র ও সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ** অনুভূতির সাগরে কুরআনের দেশে ** গুম দিবসও গুম হয়ে গেলো! ** ছোটদের বন্ধু নজরুল ** বন্যায় সারাদেশে ব্যাপক ক্ষয়-ক্ষতি অপর্যাপ্ত সরকারি সাহায্য ** রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ** যশোরের শার্শায় বাণিজ্যিকভাবে বেদানা চাষ **

ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪২২, ১৯ জিলকদ ১৪৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৫

প্রায় এক হাজার দুইশত বছর আগে ৭৮০ সনে পারস্যের খারিজমা নামকস্থানে জন্মগ্রহণ করেন এক ক্ষণজন্মা মনীষী। যিনি শুধু বিজ্ঞানী নন গণিতবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ। তাঁর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমী।

ছোটবেলা থেকেই আল খারিজমী ছিলেন জ্ঞানপিপাসু। অল্প বয়সে তিনি জ্ঞান বিজ্ঞানের সকল বড় বড় বই আয়ত্ব করেছিলেন। তাঁর প্রচণ্ড জ্ঞান পিপাসা দেখে তৎকালীন শাসক খলিফা মামুন মুগ্ধ হন। খলিফা তাকে বাগদাদের বিখ্যাত জাহানপীঠ লাইব্রেরির লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করে তাঁর জ্ঞান বিজ্ঞান সাধনার পথ সহজ করে দেন।

তিনি দিন রাত বই পড়তে ভালোবাসতেন। যার ফলে অল্প সময়ের মধ্যে তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় পণ্ডিত হয়ে ওঠেন।

আল খারিজমীর কাছে গণিত ছিল খুবই মজার একটি বিষয়। গণিতকে সহজ ও সংক্ষিপ্ত করার জন্য তিনি ‘এলজেব্রা’ আবিষ্কার করেন। ‘এলজেব্রা’ শব্দটির মানে হল বীজগণিত। এ বিষয়ে তিনি খুবই মূল্যবান একটি বই রচনা করেন। বইটির নাম ‘ইলমুল জাবির ওফাল মুকাবালা’ বইটি এত মূল্যবান ছিল যে, বিভিন্ন ভাষায় তা অনূদিত হয়। এই বইটির জন্য আল খারিজমীকে ‘বীজগণিতের জনক’ বলা হয়। এছাড়া জ্যামিতি ও ত্রিকোণোমিতির বিভিন্ন সূত্র প্রণয়ন করে তিনি বিজ্ঞান সাধনাকে সহজভাবে উপস্থাপন করেন। ত্রিভূজ, চতুর্ভূজ, বৃত্ত ও পিরামিডের আয়তন ও পরিধি নির্ণয়ের পদ্ধতি নির্ধারণ করেন তিনি।

জ্যামিতিকে সহজবোধ্য করে তোলার জন্য তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

জ্যোতির্বিজ্ঞানে আল খারিজমীর বিশেষ অবদান রয়েছে। তিনি সৌরঘড়ি ও পদার্থবিজ্ঞানের উচ্চতা পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন। চাঁদ, সূর্য এবং গ্রহের গতিপথের ছক নির্ণয় করেন তিনি। এছাড়া চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ এবং সূর্যের অবস্থানগত পরিবর্তনের কারণে কিভাবে ঋতু পরিবর্তন হয় তার হিসাব তিনি চমৎকারভাবে তুলে ধরেন।

ভূগোলবিদ হিসেবে আল খারিজমী পৃথিবীর ভৌগোলিক শ্রেণী বিন্যাস করেন। মুসলিম সভ্যতার প্রথম যুগে মানচিত্র অঙ্কনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। পৃথিবী পরিমাপের মতো জটিল কাজও তিনি করেছিলেন।

এই মহান বিজ্ঞানী ৮৪৭ সনে ইন্তিকাল করেন।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।