সংবাদ শিরোনামঃ

গণদাবি : লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ** লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ** শিগগিরই এক দফার আন্দোলনে যাচ্ছে ২০ দল ** অর্থনৈতিক সঙ্কট ঘোচাতে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে হবে ** কঠিন পরিস্থিতির মুখে ওবামা ** অবিলম্বে জঙ্গি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে : ছাত্রশিবির ** সঙ্কট সৃষ্টির জন্য বিরোধী দল নয় আওয়ামী লীগই যথেষ্ট ** সার্ককে আরো কার্যকর করুন, জনগণের প্রত্যাশা দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া ** জামায়াতের অগ্রযাত্রায় দিশেহারা সরকার ** পলক ফেরে না যেখানে ** অধ্যাপক গোলাম আযম : যিনি আমার শিক্ষক ** বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর প্রয়োজন নিরপেক্ষ মিডিয়া ** ভারতীয় ভিসার ই-টোকেন দালাল চক্রের হাতে ** বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে **

ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪২১, ৪ সফর ১৪৩৬, ২৮ নভেম্বর ২০১৪

রোমান কবির, ওএনবি : বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। কাগজে-কলমে জোটে দলের সংখ্যা ১৪ হলেও মাঠের রাজনীতিতে ৩টি দল ছাড়া  বাকি শরিকদের দেখা মেলে না।

তারা অস্তিত্ব সঙ্কটে ভুগছে। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায় আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে। তবে ওয়ার্কার্স পার্টি ও জাসদেরও দেশব্যাপী পূর্ণাঙ্গ কমিটি নেই। বাকিগুলোর কেন্দ্রীয় কয়েকজন নেতা ১৪ দলের কেন্দ্রীয় কিছু বৈঠকে যোগ দিয়ে জোটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। যাদের কোনো জনবল নেই বা তৃণমূলে কোনো অস্তিত্বই নেই।

বর্তমানে জোটের মধ্যে ৯টি দল হচ্ছে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ ও গণতান্ত্রিক মজদুর পার্টি। তবে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি ও জাসদ ছাড়া বাকিদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই বললেই চলে।

অনুসন্ধানে জানা যায়, জাতীয় বিভিন্ন ইস্যুতে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ১১টি দল মিলে তৈরি হয় বিকল্প রাজনৈতিক জোট। এ সব দলে ওয়ার্কার্স পার্টি ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (খালেকুজ্জামান), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব), গণতন্ত্রী পার্টি, দিলীপ বড়–য়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), শ্রমিক কৃষক সমাজবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ গণআজাদী লীগ ও গণতান্ত্রিক মজদুর পার্টি ছিল।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ২০০৫ সালে আওয়ামী লীগ এই ১১ দল, ন্যাপ (মোজাফফর) ও জাসদকে সাথে নিয়ে জোট গঠন করে। এর সাথে জাতীয় পার্টিকে নিয়ে ২৩ দফা দাবিতে মহাজোট গঠন করা হয়।

পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে ১১ দল থেকে বেশকিছু দল জোট ছেড়ে চলে যায়। এখন সর্বসাকুল্যে ১৪ দলে ৯ দলের অস্তিত্ব পাওয়া গেছে। তবে জোটের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না তারা।  জানা যায়, জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) এই সরকারের প্রভাবশালী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন এমপি রয়েছেন। তাদের ৬৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৫৮টিতে সক্রিয় কার্যক্রম রয়েছে।

এ ব্যাপারে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া জানান, দলকে চাঙ্গা করতে বেশকিছু কর্মসূচি কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব জেলায় সম্মেলন করার জন্য তৃণমূল সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সরকারের বিমানমন্ত্রী রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টিরও বেশকিছু এমপি রয়েছে। দলটির ৫৩টি জেলায় সাংগঠনিক কার্যক্রম থাকলেও স্থবির হয়ে আছে প্রায় সবগুলো জেলা। এমনকি ২৪-২৮ এপ্রিল পার্টির নবম কংগ্রেস হলেও সব জেলায় কমিটি দিতে পারেনি সংগঠনের নেতারা।

এদিকে ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির কমিটি রয়েছে মাত্র ২৬টি জেলায়। লোকবলের অভাবে অন্যান্য জেলায় কমিটি হচ্ছে না।

নিজেদের এ দুর্বলতার কথা স্বীকার করে পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, মূলত ৪২টি জেলায় আমাদের সাংগঠনিক কাজ আছে। এর মধ্যে কোনো জেলায় পূর্ণাঙ্গ বা আংশিক আবার কোনো জেলায় আহ্বায়ক কমিটি। কিছু জায়গায় লোকবলের অভাবে কমিটি হচ্ছে না। সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সাম্যবাদী দলের অবস্থা একেবারেই নাজুক।

সাম্যবাদী দলের ৩ থেকে ৪টি জেলায় কমিটি আছে বলে জানা গেছে। তার মধ্যে দ্বিতীয় দফায় ভাঙ্গনের মুখোমুখি হয়েছে দলটি।

২৮ জুন সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা কমরেড আরিফুল হক সুমন, কমরেড হানিফুল কবির, কমরেড মেজবাহ উদ্দিন মন্টু ও কমরেড কাজী মোস্তফা কামাল নেতৃত্বে একাংশ বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দেয়। এদিকে কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ ও গণতান্ত্রিক মজদুর পার্টির সাংগঠনিক ও জোটে প্রায় নিস্ক্রিয়ই বলা চলে। তাদের জেলা পর্যায়ে কোনো কমিটি নেই। ন্যাপেরও বর্তমানে রাজনৈতিক শক্তি অত্যন্ত দুর্বল।

দলের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-সাধারণ সম্পাদক অসিত বরণ রায় বলেন, ‘আমাদের পার্টির কার্যক্রম মূলত ঢাকাকেন্দ্রিক। আমাদের পার্টি নতুন, যেভাবে কার্যক্রম চালানো দরকার সেটা পারছি না। তবে গোপালগঞ্জ ও কুমিল্লায় আমাদের সংগঠন আছে।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল আলম লেনিন ওএনবি২৪ ডটকমকে বলেন, বাস্তবিক অর্থে ১৪ দল আছে। কিন্তু কিছু দল সাংগঠনিকভাবে খুবই দুর্বল। তবে বিএনপি-জামায়াতকে মাঠে প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে ১৪ দলকে মাঠে আরও সক্রিয় হওয়া উচিত।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।