পাঁচ দফা দাবিতে সারা দেশে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মরাকলিপি প্রদান
১৬ অক্টোবর ২০২৫ ১৪:৩৫
চট্টগ্রাম সংবাদদাতা : পাঁচ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দাপট এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গঠন। এ নতুন বাংলাদেশের সূচনা হবে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের মধ্য দিয়ে। এ সনদে আমরা যে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছি, তা দেশের জনগণের আকাক্সক্ষা, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং প্রকৃত গণতন্ত্রের সোপান। তাই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য।
জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছেÑ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেলপ্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার ও স্বৈরাচারের সহায়ক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কর্মসূচি দুটি নিয়ে সারা দেশের সোনার বাংলার সংবাদদাতারা প্রতিবেদন প্রস্তুত করেছেন।
মৌলভীবাজার সংবাদদাতা : জুলাই সনদের ভিত্তিতে পিআর নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। গত রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের দেওয়ার আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আমীর মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, পৌরসভা আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ অনেকে। পরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে ৫ দফা দাবির স্মারকলিপি তুলে দেন জামায়াত নেতারা।
এস এ মুকুল, খুলনা : পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে খুলনা জেলা জামায়াতের নেতারা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (১২ অক্টোবর) সকালে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারক লিপি তুলে দেন নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও গাউসুল আযম হাদী, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, জেলা সেক্রেটারি ইলিয়াস হোসাইন প্রমুখ।
কবির হোসেন কিবরিয়া, শরণখোলা : পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করা হয়। হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর : জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতের নেতারা। গত রোববার (১২ অক্টোবার) বিকালে পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম : পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আয়োজনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতারা। গত রোববার (১২ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মতিন ফারুকী ও জেলা সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন। এর আগে জামায়াতের কার্যালয় থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ ও মুহাম্মদ শাহ জালাল সবুজ, এডভোকেট মো. ইয়াছিন আলী সরকার, এডভোকেট তাজুল ইসলাম, মো. জহুরুল হকসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।
গাইবান্ধা সংবাদদাতা: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গত রোববার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে একই দাবিতে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে স্মারকলিপি পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, মো. মাজেদুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম লেবু, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, পৌর জামায়াতের আমীর মো. ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ।
কুমিল্লা সংবাদদাতা : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি দেয়াসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা মহনগরী ও জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
মুন্সীগঞ্জ সংবাদদাতা : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা জামায়াত। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আ. জ. ম. রুহুল কুদ্দুসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী অধ্যাপক মো. আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের পাঁচ দফা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে জেলা প্রশাসক আজহারুল ইসলামের সাথে মতবিনিময়ও করেন জামায়াতের নেতারা।
মেহেরপুর সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় মেহেরপুর শহিদ সামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) বিকাল ৪টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সাবেক জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভূঁইয়া, এডভোকেট মনিরুজ্জামান, মো. রোকন উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারীপুর সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা। গত রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোসাম্মাৎ ইয়াসমিন আক্তার এর হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান খান, জেলা নায়েবে আমীর এডভোকেট মিজানুর রহমান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির, পৌর আমির মাওলানা আলমগীর হোসাইনসহ রাজৈর উপজেলা আমীর আলী আহমেদ আকন ও শিবচর উপজেলা আমীর মাওলানা সরোয়ার হোসেন মৃধা ও উপজেলার নেতৃবৃন্দ।
বগুড়া সংবাদদাতা : বগুড়ায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (১২ অক্টোবর) সকালে পৌর পার্কে গণজমায়েত করে বগুড়া শহর ও জেলা জামায়াত।
মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ : জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) দুপুরে চাষাড়া শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় এবং শেষে স্মারকলিপি প্রদান করা হয়।