সংগঠন সংবাদ


৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০

ভোলায় মিয়া গোলাম পরওয়ার
সকল হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা
বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত সকল হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেওয়া, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ যত মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে; সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে। গত ২৫ জানুয়ারি শনিবার সকালে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগে সকল মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যাদেরকে শহীদ করা হয়েছে তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সকল হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। জুডিশিয়াল ক্যু করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই জুডিশিয়াল ক্যুর সাথে যারা জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতেই হবে। তিনি বলেন, ফ্যাসিবাদীরা যেই ভাষায় কথা বলতো, আজকে কেউ কেউ সেই ভাষায় কথা বলছেন। তাদের ভাষায় ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ভাষায় কথা বলা বন্ধ করা উচিত। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ কখনো মেনে নিবে না। আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতে চলতে চাই। দেশবাসীকে এ লক্ষ্যে ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা হতে হবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার গঠন করতে চাই। ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিকপন্থা আমরা পছন্দ করি না। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত বিভাগগুলো সংস্কার করতে হবে; বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট যেই ৬-৭ বিভাগ রয়েছে। এ সকল বিভাগ সংস্কার না করে নির্বাচন দেয়া হলে নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। এরপর আর বিলম্ব না করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা দরকার। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য সচিব, আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযি। সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ঢাকাস্থ চরফ্যাশন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মো. মহিবুল্লাহ, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক আমীর হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, মু. হেলাল উদ্দিন রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, ভোলা পৌরসভা আমীর মো. জামাল উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন, লালমোহন উপজেলা আমীর মাওলানা আক্তার উল্লাহ, বোরহান উদ্দিন উপজেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, দৌলতখান উপজেলা আমীর হাসান তারেক স্বপন হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আমীর মাওলানা আব্দুর রব, মনপুরা উপজেলা আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, ছাত্রশিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন, জেলা সভাপতি মো. জসিম উদ্দিন। সম্মেলনে ভোলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র
রুখে দিতে হবে -এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সাতক্ষীরা সংবাদদাতা : দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।
গত শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম প্রমুখ। হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা-বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকায় নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এ যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্নপূরণ হবে, ইনশাআল্লাহ।

সকলকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে – এডভোকেট এসএম কামাল উদ্দিন
মো. শাহ আলম, ছাগলনাইয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এস.এম কামাল উদ্দিন ওয়ার্ড ও ইউনিটের বার্ষিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের করণীয় বিষয় তুলে ধরেন। কর্মী বৃদ্ধির জন্য দায়িত্বশীলদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। সে ক্ষেত্রে আমাদের সকলকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, যাতে কোনোভাবেই বাংলাদেশ পথ না হারায়। তিনি আরও বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে নেতৃত্বের আমূল পরিবর্তন আনতে হবে। তিনি সম্প্রতি ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মো. রেদোয়ান উল্লাহ ফাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আতা উল্লাহ কাউছারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য পেয়ার আহাম্মদ মজুমদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক সাহেদুল হামিদ রাহাত প্রমুখ।