মোশাররফ হোসেন খান-এর কবিতা

আসুন ঘুরে দাঁড়াই


৪ জুন ২০২৫ ১২:০৩

আসুন ঘুরে দাঁড়াই,
যেমন ঘুরে দাঁড়ায় সংক্ষুব্ধ মৌমাছি
পিপীলিকা যেমন ঘুরে দাঁড়ায়
কাকপক্ষী যেমন ঘুরে দাঁড়ায়
মুরগি যেমন ঘুরে দাঁড়ায়
গরু-মহিষ যেমন ঘুরে দাঁড়ায়
হরিণ যেমন ঘুরে দাঁড়ায়
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন সবাই ঘুরে দাঁড়ায়
আসুন, আমরা তেমনি ঘুরে দাঁড়াই।
একবার ঘুরে দাঁড়াতে পারলেই
আর কখনো পেছনে ফিরতে হবে না,
আর কখনো ভয়ে থর থর করে কাঁপতে হবে না
আর কখনো দুই পা অবশ হবে না
আর কখনো নতজানু হতে হবে না।
একবার-
একবার ঘুরে দাঁড়াতে পারলে
সামনেই বিজয়
সামনেই মুক্তি
সামনেই সবুজ স্বাধীনতা।
আসুন ঘুরে দাঁড়াই,
আমাদের জন্য
উত্তরসূরিদের জন্য।
আসুন ঘুরে দাঁড়াই,
যেমন ঘুরে দাঁড়ায় সংক্ষুব্ধ মৌমাছি…!