মোশাররফ হোসেন খান-এর কবিতা

ভেঙে পড়ো না হৃদয়


২৭ ডিসেম্বর ২০২৪ ০০:০০

মোশাররফ হোসেন খান-এর কবিতা ভেঙে পড়ো না হৃদয়

ভেঙে পড়ো না হৃদয়।
দেখো, শরতের পাতা ঝরা শেষে পুনরায়
ডালে ডালে নতুন পাতার সবুজ আভাস।
রাতের পাখিরা জেগে গেছে
একটু পরেই কণ্ঠে তুলে নেবে গান ঊষার প্রথম প্রহরে।
ক্লান্ত কৃষক-
ফসল ঘরে এলে সেও ভাটিয়ালি সুরের টানে উদ্বেল হয়ে উঠবে।
শীতের শুষ্ক মৌসুমে সকল জলাশয় শুকিয়ে যায়,
সামনেই শ্রাবণ-

কানায় কানায় আবারো ভরে উঠবে
সকল পুকুর খাল বিল নদী নালা।
বিশাল সমুদ্র-
তবুও সে মেটাতে পারে না জলতৃষ্ণা।
তৃষ্ণাতুরকে ফিরে আসতেই হয় সুস্বাদু পানির কাছে।
বসন্তকে থামাতে পারে না কেউ।
এভাবেই ফিরে আসবে প্রশান্তির প্রশস্ততা।
ভরাট গোলার মতো ভরে উঠবে স্বর্ণ-হৃদয়।
থোকা থোকা বেদনারা লুকিয়ে যাবে
দুধ ভরা সোনালি ধানের ভিড়ে।
ভেঙে পড়ো না হৃদয়—
প্রত্যুষের প্রাত স্বরে তুমিও অভিষিক্ত হবে
জোয়ার উথলে ওঠা কপোতাক্ষের মতো।
ভেঙে পড়ো না হৃদয়—
ভেঙে পড়ো না…!
১২.১২.২০২৪