ভূঞাপুরে ওলামা মাশায়েখ সম্মেলনের সংসদ সদদ্য প্রার্থী মাও. মু. হুমায়ূন কবীর
১১ অক্টোবর ২০২৫ ১৭:১৯
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে ১১ অক্টোবর স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের সংসদ সদদ্য প্রার্থী মাও. মু. হুমায়ূন কবীর। উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও. মু. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদদ্য ড. মাও. আতাউর রহমান, মাও.আব্দুস সালাম, উপজেলা আমীর আবদুল্লাহ্ধসঢ়; আল মামুন ও সেক্রেটারী মাও. নজরুল ইসলাম। সম্মেলনে সহস্রাধিক ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য ভেদাবেধ ভূলে সকল ওলামা- মাশায়েখদেরকে একত্রে কাজ করতে হবে, তাহলেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
ভূঞাপুরে ওলামা মাশায়েখ সম্মেলনের সংসদ সদদ্য প্রার্থী মাও. মু. হুমায়ূন কবীর