সংগঠন সংবাদ


৪ জুন ২০২৫ ১২:৫৭

ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার পরীক্ষার্থীদের সহযোগিতা
মুন্সীগঞ্জ সংবাদদাতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সরকারি হরগঙ্গা কলেজের অধীনে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার সরকারি হরগঙ্গা কলেজ শাখার কর্মীরা। পরীক্ষার দিন গত শনিবার (৩১ মে) সকাল থেকে কলেজের পাশে হেল্প ডেক্স এবং অভিভাবক ছাউনি স্থাপন করে, পরীক্ষার্থীদের কলম বিতরণ করা, তাদের কেন্দ্র চিহ্নিত করে দেওয়া সিট খুঁজে পেতে সহযোগিতা করা। অভিভাবকদের মাঝে পর্যাপ্ত বোতলজাত পানি স্যালাইন সরবরাহ করা, বসার ব্যবস্থা করাসহ শিবিরকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. মুজাহিদ ইসলাম, জেলার সেক্রেটারি মোহাম্মদ আল আমিন সাহিত্য সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন। শিবিরের কলেজ সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ বলেন, নির্বিঘ্নে ও স্বস্তিকর পরিবেশে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। এদিকে মুন্সীগঞ্জ জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সায়মা ইসলাম বলেন, ইসলামী ছাত্রী সংস্থা সবসময় ছাত্রীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ ও ছাত্রীদের যেকোনো সহযোগিতায় মুন্সীগঞ্জ ইসলামী ছাত্রী সংস্থা পাশে থাকবে, ইনশাআল্লাহ। উল্লেখ্য, সরকারি হরগঙ্গা কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৩ শত ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

চৌদ্দগ্রামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে। যে জাতি ৪৭-এ স্বাধীনতা এনেছে, ৫২-এর ভাষা অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। তারা আবার ৭১ সালে এক হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবন, রক্ত ইজ্জত বিলিয়ে দিয়ে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছে। আবার জুলাই-আগস্টে সকলের অংশগ্রহণে এক মহা-গণঅভ্যুথানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তারা আবার একাত্ম হয়ে জাগ্রত জনতার ব্যানারে সকল ষড়ন্ত্রকে ব্যর্থ করে দেবে এবং আরেকটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। গত গত ৩১ মে শনিবার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নোয়াবাজারস্থ খাদিজা হোটেল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক ডা. ফজলুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, মাওলানা আব্দুল কাইউম, ডা. মফিজুর রহমান, মাওলানা আব্দুল হাকিম, আলহাজ শেখ আহমেদ, মাওলানা আবুল হাশেম, কাজী আব্দুল কাদের, উজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হাসেম, ডা. মোশাররফ হোসেন বাহার, এ এন এম আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ প্রমুখ। এ সময় শ্রীপুর, শুভপুর, কালিকাপুর ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, কেন্দ্র ও গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা
মো. কবির হোসেন কিবরিয়া, শরণখোলা (বাগেরহাট): শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা সম্প্রতি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা ফেডারেশনের সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এবং কাজী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সেক্রেটারি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম কিবরিয়া। ১নং ধানসাগর ইউনিয়ন সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. অলিয়ার রহমান ও ২নং খোন্তাকাটা ইউনিয়ন সভাপতি মো. কাজী রাসেল, সাধারণ সম্পাদক সার্জন (অব.) মিজানুর রহমান পঞ্চায়েত। ৩নং রায়েন্দা ইউনিয়ন সভাপতি মো. লুৎফর রহমান, সেক্রেটারি মো. রাসেল হাওলাদার, ৪নং সাউথখালী ইউনিয়ন সভাপতি মো. সোহেল ফকির ও সাধারণ সম্পাদক হাফেজ মো. বায়জিদ হোসাইন। সভায় শ্রমিকদের অধিকার সংরক্ষণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে আলোচনা ও প্রস্তাব করা হয়। ইসলামী শ্রমনীতি শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলা, শ্রমজীবী মানুষের ওপর যেকোনো ধরনের শোষণ নির্যাতন বন্ধ করতে চায় তারা।
আগামী ১৪ জুন বিকাল ৩টায় রায়েন্দা ফায়েল খায়ের ভবনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

নাটোরে জামায়াতে ইসলামীর শিক্ষাশিবির
নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ মে) সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দিনব্যাপী এ কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী প্রমুখ।

এনসিপির পথসভা
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আপসহীন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গত শুক্রবার (৩০ মে) রাত সাড়ে এগারোটায় পথসভায় তিনি আরো বলেন, আপনাদের এলাকার ছেলে শহীদ নাজমুলসহ গাইবান্ধার ৬ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। আপনাদের উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চতুর্থ বছর ছাত্র আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয়ের রানিং কমিটি থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল। আমার বিশ্বাস কোনো কারণে আমরা ব্যর্থ হলে তাকে প্রথম মেরে ফেলা হতো।
সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদরের, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলমসহ পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ও উপজেলা এনসিপির নেতৃবৃন্দ।