সংবাদ শিরোনামঃ

সবদলের অংশগ্রহণে নির্বাচন দিন ** বিপদ নির্ণয়ে ব্যর্থ হলে প্রলয় ঠেকানো যাবে না ** রমজান মাসকে আত্মগঠন ও নৈতিক প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করতে হবে : মাওলানা আব্দুল হালিম ** পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে যেতে চায় আরো ৮ ব্যাংক ** বিশৃঙ্খল পরিস্থিতির দিকে দেশ ** গণবিরোধী সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : নূরুল ইসলাম বুলবুল ** হিলারিরই সম্ভাবনা ** অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ** সন্ত্রাসী ও জঙ্গি দমনের নামে গণগ্রেফতার বন্ধ করতে হবে ** দেশে এত খুন-খারাবি : নেপথ্যে কারা ** রমজানুল মোবারক ** সারাদেশে গ্রেফতার অব্যাহত ** জামায়াত নেতা আজিজুর রশীদ চৌধুরীর ইন্তিকাল ** জলবায়ু পরিবর্তনে পাইকগাছা ও কয়রা উপজেলা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ** ফররুখ আহমদ : আদর্শের কবি, কবির আদর্শ ** বিজ্ঞাপন **

ঢাকা, শুক্রবার, ৩ আষাঢ় ১৪২৩, ১১ রমজান ১৪৩৭, ১৭ জুন২০১৬

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রাজনীতি বিশ্লেষক ও বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা আর নেই। রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৩ জুন  সোমবার দুপুরে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি চিরকুমার ছিলেন। প্রখ্যাত এই শিক্ষাবিদের মৃত্য্যুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক ভিসির মৃত্য্যুতে তার প্রতি সম্মান প্রদর্শনের নির্দশন হিসেবে ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়।   

পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক মনিরুজ্জামান মিয়াকে বার্ধক্যজনিত গুরুতর অসুস্থ অবস্থায় আগের দিন  রোববার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং গত ১৩ জুন সোমবার দুপুর পৌনে ১২টায় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তাকে তার ভাইয়েরা কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার সম্পত্তি দখলের জন্য এটা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। দৃশ্যত এ কারণে দীর্ঘদিন তাকে জনসমক্ষে দেখা যায়নি।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ১৯৩৫ সালের ১ মে জন্ম নেয়া অধ্যাপক মনিরুজ্জামান মিঞা মৃত্যুর আগে বনানীর চেয়ারম্যান বাড়ির (রোড নং ২/এ, বাড়ি নং ১৩) জামান ভিলার তৃতীয় তলায় নিভৃতে বসবাস করেছেন। পাঁচ ভাই-এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা মোদ্দাছের হোসেন ছিলেন স্কুল শিক্ষক, মা আনোয়ারা খাতুন ছিলেন গৃহিণী। পরে তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থায়ী হয়। অধ্যাপক মনিরুজ্জামান কৃষ্ণ গোবিন্দ হাই স্কুল থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে বিএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএসসি করেন। এরপর জগন্নাথ কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৬১ সালে উচ্চতর ডিগ্রির জন্য ফ্রান্সের প্যারিসে যান। তিনি প্যারিসের সর্বোন্নি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে প্যারিস থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে যোগদান করেন। ১৯৯০ সালের ২৪ মার্চ থেকে ১৯৯২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। মনিরুজ্জামান মিঞাকে লোকচক্ষুর অন্তরালে রাখা প্রসঙ্গে আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রম (আলঝাইমার) রোগে ভুগছিলেন। মনিরুজ্জামান মিঞা দেশের অন্যতম শীর্ষ বুদ্ধিজীবী ছিলেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। জাতীয় শিক্ষানীতি ২০০১ প্রণয়ন কমিটিতে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটিকে ‘মনিরুজ্জামান মিঞা শিক্ষানীতি’ বলা হয়। পরবর্তীতে তিনি ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভিসি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থ ও গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের সংখ্যা ১৫টি। তার বেশ কিছু গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সংকলনগ্রন্থে প্রকাশিত হয়েছে।

খালেদা জিয়ার শোক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রখ্যাত ভূগোলবিদ, গবেষক, শিক্ষাবিদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার, সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দেশের এই ক্রান্তিকালে তার মতো একজন দৃঢ়চেতা গুণী মানুষের ইহজগত থেকে চলে যাওয়াতে এক চরম শূন্যতার সৃষ্টি হলো। অগ্রগণ্য এই শিক্ষাবিদ দেশ ও দশের প্রতি ছিলেন সহমর্মী। জ্ঞানদীপ্ত এই মানুষটি ছিলেন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি। এই মানুষটি ছিলেন নীতি ও আদর্শে ঈর্ষণীয় উচ্চতায়। উদ্যম ও উদ্যোগ ছিল তার সাফল্যের চাবিকাঠি। রাজরোষ অগ্রাহ্য করে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি কখনো পিছপা হননি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন অকম্প ও অবিচল। কোন রাজনৈতিক শক্তিই তাকে নিজেদের স্বার্থে প্রভাবিত করতে পারেনি। সারাজীবনে বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠা সহকারে দায়িত্ব গ্রহণ ও পালন করায় তিনি ছিলেন সবসময় অগ্রপথিক। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে তিনি মনেপ্রাণে ধারণ করেছিলেন। শিক্ষকের মহান ব্রত নিয়ে তিনি এই দর্শনকে সমাজের নানা মানুষের মধ্যে প্রচার করেছেন। একনিষ্ঠ অনুসারী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও বহুমাত্রিক কর্মকে তিনি দেশবাসীর কাছে উপস্থাপন করেছিলেন একজন গবেষকের নিষ্ঠায়। নম্রতা, বিনয়, সৌজন্য. শান্ত ও সহিষ্ণুতা ছিল তার সহজাত। আমার সঙ্গে নানা দায়িত্ব পালন করতে গিয়েও দেখেছি তার সত্যনিষ্ঠতা, কর্মশক্তি এবং দায়িত্বজ্ঞান। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ, তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তিকালে মকবুল আহমাদের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ শোকবাণী দিয়েছেন। গত ১৩ জুন সোমবার শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে হারালো। তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।