সংবাদ শিরোনামঃ

অর্থ লুটের মহোৎসব ** ভোটে আগ্রহ নেই মানুষের ** সারাদেশে গুম হত্যা আতঙ্ক ** ড. মাসুদের মুক্তির দাবিতে জামায়াতের মিছিল ** প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সরকারকেই নিতে হবে : খালেদা জিয়া ** পানির জন্য হাহাকার ** ক্ষমতার নিশ্চয়তা পেলেই আগাম নির্বাচন ** তিস্তা এখন ধু ধু বালুচর ** তেলের দাম কমানোর নামে প্রহসন ** সরকার দায় চাপানোর কৌশল নিয়েছে ** আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের নিরাপত্তা বিধান করতে হবে ** ওনারা বললে দোষ হয় না! ** মধ্যপ্রাচ্যে শান্তি কি সুদূর পরাহত? ** পার্বতীপুরে পানির জন্য হাহাকার ** টাঙ্গাইলের ছয় উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই! ** কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু বাড়ছে **

ঢাকা, শুক্রবার, ১৬ বৈশাখ ১৪২৩, ২১ রজব ১৪৩৭, ২৯ এপ্রিল ২০১৬

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা দিনদিন বেড়েই চলেছে। কখনো রেললাইন পার হাওয়ার সময় আবার কখনো স্বেচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে মানুষ। আবার রেললাইন দিয়ে হাঁটার সময় ফোনে কথা বলা, গান শোনা, রেললাইনের পাশে কাঁচা বাজার, বস্তি থাকার কারণে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তবে ঘটনা যা হোক এসব দুর্ঘটনার পর লাশ উদ্ধার আর দায়সারা তদন্তেই শেষ হয় সবকিছু। বেশির ভাগ তদন্ত আলোর মুখ না দেখায় স্বজনহারা পরিবারগুলো কোন ক্ষতিপূরণ পায় না। সূত্র জানায়, গত আড়াই বছরে ট্রেনে কাটা পড়ে ১৬জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি বছরে ৫ জন, ২০১৫সালে ৬ জন এবং ২০১৪ সালে ৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের গত ১১ এপ্রিল সোমবার সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে জলি (২২) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। মিরপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আব্দুল কুদ্দুসের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জলি সকালে রেললাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিলো। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতা ট্রেন তাকে ধাক্কা দিলে সে ট্রেনে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত ১৮ মার্চ বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়ার খোকসায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৬) এক যুবক আত্মহত্যা করে। খোকসা রেল স্টেশনের পূর্ব দিকের পদ্মবিলা গ্রামের মধ্যে পোড়াদহগামী সাটল ট্রেনের নিচে ঝাপ আত্মহত্যা করে। গত ২৬ মার্চ শুক্রবার রাতে কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৫) এক যুবক আত্মহত্যা করে। পৌড়াদহ রেল স্টেশনের মাত্র ২শ’ গজ দূরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় মহানন্দা আপ খুলনা হতে রাজশাহীগামী ট্রেনটি পোড়াদহ স্টেশন ত্যাগ করে। এক নং প্লাটফরমের অদূরেই পোড়াদহ ফুটবল মাঠের বিপরীতে ময়নাগাড়ী রেলগেট এর আগেই এক অজ্ঞাত যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। গত ২৯ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে সোহেল রানা (২৪) এবং জাবেদ আলী (৩২) নামের দুই শ্রমিক নিহত হয়। মিরপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, ওইদিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনের কাছে সোহেল রানা ও জাবেদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় জাবেদ নামে আরো এক শ্রমিক মারা যান। নিহত সোহেল রানা মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে ও জাবেদ আলী একই এলাকার বাদশা আলমের ছেলে।

এদিকে ২০১৫ সালের কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে গত ২ নভেম্বর কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজমুল হোসেন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। উপজেলাধীন ফুলবাড়ীয়া রেলগেট সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া মোল্লাপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে। গত ২৬ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের দণি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়। গত ১৯ এপ্রিল কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়। মিরপুর স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গত ২৬ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের দণি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়। গত মার্চ ২ কুষ্টিয়ার মিরপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্তি সাহা (৭২) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করে। সে মিরপুর পৌর সভার ৫নং ওয়ার্ড হলপাড়া গ্রামের মৃত রামপদ সাহার স্ত্রী। গত ৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ার সদর উপজেলার জগতি ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে পিন্টু হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। কুষ্টিয়া-পোড়াদহ ট্রেন লাইনের জগতি কলাবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। অপরদিকে ২০১৪ সালের কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়। গত ২৩ অক্টোবর কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক মহিলার মৃত্যু হয়। গত ৩ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে তন্ময় (২০) নামের ১ যুবক নিহত হয়। সে ভেড়ামারা পৌরসভার পোস্ট অফিস পাড়ার মিজানুর রহমান বকুলের ছেলে। গত ৩ অক্টোবর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে কাটা পড়ে সুমাইয়া খাতুন (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়। নিহত সুমাইয়া পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

গত ১২ মে কুষ্টিয়ার খোকসায় ট্রেনে কাটা পড়ে শান্টু শেখ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বরাত মাজাইল গ্রামের ইদ্রিস শেখের ছেলে। গত ১২ এপ্রিল কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়। কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী সুনিল কুমার ঘোষ জানায়, কুষ্টিয়া জেলার ১০টি স্টেশনের মোট ৪২.৫ কিলোমিটার রেল পথ রয়েছে। এসব রেল পথে মানুষের নিরাপত্তা দিতে লোক বলের প্রয়োজন। লোক বল বাড়াতে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হলেও কাজ হয়নি।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।