সংবাদ শিরোনামঃ

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে নামছে জনগণ ** গুরুতর অসুস্থ ড. মাসুদের আবারো ১৪ দিনের রিমান্ড ** সরকার যুক্তি নয় শক্তি দেখাচ্ছে ** গণআন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটানো হবে ** গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ** অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জুলুম নির্যাতন চালাচ্ছে : ছাত্রশিবির ** সংবিধানের কোথায়ও বলা নেই কোনো ধর্মীয় গোষ্ঠী রাজনীতি করতে পারবে না ** মামলা করে চরম হয়রানি করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের ** ধোঁকা খেলেন ইমরান খান? ** ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম ** ব্যক্তি ও মুসলিম উম্মাহর উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে ** এরদোগান কেন মুসলিম বিশ্বের জন্য মডেল ** শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জিডিপি থেকে ৫-৬ শতাংশ ব্যয় করা দরকার ** সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে ** ধেয়ে আসছে বান ** পদ্মার ভাঙনে কুষ্টিয়ার ৭ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন ** ড. মাসুদকে নির্যাতনের প্রতিবাদ॥ নিঃশর্ত মুক্তি দাবি ** গৃহবধূকে অমানবিক নির্যাতন, মামলা করায় প্রাণনাশের হুমকি **

ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪২১, ২ জিলক্বদ ১৪৩৫, ২৯ আগস্ট ২০১৪

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের উপর রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী শিবিরের বিক্ষোভ মিছিল; শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের উপর রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে সিলেট মহানগরী শিবিরের বিক্ষোভ মিছিল; শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের উপর রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের প্রতিবাদে খুলনা মহানগরী শিবিরের বিক্ষোভ মিছিল এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের উপর রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লা মহানগরী শিবিরের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে শিবির বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সাপ্তাহিক সোনার বাংলা সংবাদদাতাদের পাঠানো খবরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে গ্রাম বাংলা ডেস্ক।

চট্টগ্রাম মহানগরী : ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়তের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির। মিছিলোত্তর সমাবেশে নগর উত্তর সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ বলেন, আওয়ামী বাকশালী সরকার দেশকে নেতৃত্ব শূন্য করতেই জামায়াত-শিবিরসহ বিরোধী নেতাদের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালাচ্ছে।

গত ২৩ আগস্ট চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের ড. শফিকুল ইসলাম মাসুদ এর উপর সরকারি নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা আব্দুল আজিজ, সা’দুর রশিদ চৌধুরী, সাইফুল ইসলাম, মামুনুর রহমান ভূঁঞা, দিদারুল আলম, মুহাম্মদ ফোরকান, কামাল হোসাইন প্রমুখ। সমাবেশে  শিবির নেতৃবৃন্দ সরকারের এহেন বর্বর অগণতান্ত্রিক আচরণ থেকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ছাত্রশিবির সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট সংবাদদাতা : সিলেট মহানগরী শিবির বিক্ষোভ মিছিল করেছে। শাখা সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলটি নগরীর আম্বরখান এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। নগর সেক্রেটারি মাশুক আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শাবি. প্রবি সভাপতি সাইফুল ইসলাম সুজন, নগর অর্থ সম্পাদক সুহেল আহমদ, অফিস সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক সালেহ মু.ফয়সাল।

রংপুর মহানগর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর শিবির। গত ২৩ আগস্ট শনিবার সকালে নগরীর হাসনা বাজারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রংপুর মহানগরী শাখার সভাপতি আল-আমিন হাসান। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রশিবির রংপুর মহানগরী শাখার সভাপতি আল-আমিন হাসান। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী শাখার সেক্রেটারি হাসিব মাহমুদ, অর্থ সম্পাদক রাইসুল ইসলাম রাহাত, প্রচার সম্পাদক মিশুক হায়দার প্রমুখ।

বরিশাল মহানগরী : বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির বরিশাল মহানগরী। মিছিলটি নগরীর নতুন বাজার থেকে শুরু হয়ে লাকুটিয়া সড়কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম ও ছাত্রআন্দোলন সম্পাদক সাকলাইন মোস্তাক। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া শহর : বগুড়া শহর শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহর সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে দুপুর ২টায়  মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে হকার্স মার্কেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, প্রচার সম্পাদক খন্দকার বিপ্লব, প্রমুখ।

কক্সবাজার শহর : বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির কক্সবাজার শহর। শহর সভাপতি দিদারুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি জাহেদুল ইসলাম নোমান, শহর জামায়াতের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর শিবিরের অর্থ সম্পাদক তৈয়ব উল্লাহ, জামায়াত নেতা নুরুল আমিন, কলেজ সেক্রেটারি আব্দুর রহীম প্রমুখ।

লক্ষ্মীপুর শহর : বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির। মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি রেজাউল ইসলাম খান সুমন।

মৌলভীবাজার শহর : ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  সকাল ১০টায় চৌমুহনী পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার পয়েন্টে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে শহর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর সভাপতি ফখরুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন জয়নুল, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শহর প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিত প্রমুখ।

চাঁদপুর শহর : গত ২৩ আগস্ট ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা শহরের নতুন বাজার থেকে সকাল ৯.৩০ মিনিটে বিক্ষোভ মিছিল বের হয়। শহর সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম মারুফের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোড় পুকুরপাড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জয়পুরহাট জেলা : ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আবু যার গিফারীর নেতৃতে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময়  জেলা সেক্রেটারি আবু হানিফ, প্রকাশনা সম্পাদক সাজেদুর রহমান সাজু, সাহিত্য সম্পাদক হাসানুল বান্না, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, আফিস সম্পাদক ওমর আলী  প্রমুখ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার : বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। মিছিলটি কলেজ রোড মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দক্ষিণ বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি রেদওয়ানুল করিম রামিম, কলেজ সেক্রেটারি রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, প্রমুখ।

সুনামগঞ্জ সংবাদদাতা : সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

২৩ আগস্ট শনিবার বিকালে জেলা সভাপতি মো. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবির। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল আবু হানিফ নোমান, পৌর জামায়াতের আমীর মো. নুরুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সাবেক জেলা সভাপতি কুদরতে এলাহী মারুফ, জেলা শিবির সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন পারভেজ, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ।

লাকসাম : সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে সকালে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মু.আব্দুর রব ফারুকী, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়্যুম মানিক, জামায়াত নেতা আহসান উল্ল্যাহ মিয়াজী। এসময় শহর শিবির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, লাকসাম পূর্ব সভাপতি কেফায়েত উল্ল্যাহ, লাকসাম কলেজ সভাপতি আমিমুল এহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টেকনাফ : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে টেকনাফ উপজেলা শিবিরের উদ্যোগে বিকাল ৫টায় হ্নিলা স্টেশনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সভাপতি রবিউল আলম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও টেকনাফ উপজেলা অফিস ও প্রচার সম্পাদক মো. ইব্রাহিম মাহমুদ, জামায়াত নেতা ফরিদুল ইসলাম বিএসসি, কামাল হোসাইন, উপজেলা শিবিরের বায়তুল মাল সম্পাদক মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, পাঠাগার সম্পাদক কামাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক সাদ্দাম হোসাইন, হ্নিলা আবাসিক সভাপতি ফরিদুল ইসলাম হৃদয়, রঙিখালী মাদরাসা শাখার সভাপতি দিল মোহাম্মদ ও হোয়াইকং ইউনিয়নের সভাপতি শাদ মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ।

উখিয়া : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উখিয়া উপজেলা শিবিরের উদ্যোগে মরিচ্যা স্টেশনে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সেক্রেটারি ছাত্রনেতা আজিজুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা শিবির সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবাইর, অর্থ সম্পাদক মো. ইয়াকুব, মো. রিদওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ। 

পেকুয়া : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পেকুয়া উপজেলা শিবিরের উদ্যোগে আছর নামাজের পর পেকুয়া স্টেশনে উপজেলা সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি মো. ইলিয়াছ, মিশকাত হাবিব, জামায়াত নেতা মোরশেদ আলম ও শওকত আলম প্রমুখ।

সিরাজগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ কে ধারাবাহিকভাবে রিমান্ডের নামে পুলিশি নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা।

গত ২৩ আগস্ট শনিবার সকালে শহর শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রকির সভাপতিত্বে শহরের ফজলুল হক রোডের পাঁচ রাস্তায় মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শুরু হয়ে ইবি রোড প্রদক্ষিণ করে সরকারি ইসলামীয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর শিবিরের সেক্রেটারি মো. মইনুল হক মনি, অফিস সম্পাদক মানজুরুল হক, এইচআরডি সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষা সম্পাদক সোহেল রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজ সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি তাওহীদুল ইসলাম প্রমুখ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।